৯ বছরের সম্পর্কে ইতি টানলেন নুসরত! সোশ্যাল মিডিয়াতেই বিচ্ছেদ ঘোষণা করলেন অভিনেত্রী

বছর কয়েক আগে সোশ্যাল মিডিয়াতে বড়সড় করে নিজের বাগদানের খবর শেয়ার করেন নুসরত ফারিয়া (Nusraat Faria)। আর ৩ বছর পর একই দিনে নিজের সম্পর্কের ভাঙনের বিষয়ে জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে সেই খবর শেয়ার করে নেন তিনি।
সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করেন অভিনেত্রী। এদিকে ফারিয়ার এরকম বিচ্ছেদের খবর শুনে ভক্তরা যারপরনাই অবাক। সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টের কমেন্ট সেকশনে নানারকম কমেন্ট করতে শুরু করেন অনেকে। কিন্তু ঠিক কী কারনে তাদের সম্পর্ক ভেঙে গেল?
সোশ্যাল মিডিয়ায় নুসরত ফারিয়া লিখেছেন, ‘তিন বছর আদে আজকের দিনেই আমরা আমাদের বাগদানের খবর ঘোষণা করেছিলাম। অনেক সমস্যা ও ভাবনা চিন্তার পর আমি আর রণি সিদ্ধান্ত নিয়েছি যে কাপল হিসাবে আমাদের এই ৯ বছরের জার্নি আমরা শেষ করব। আমরা ভাগ্যবান যে, আমরা একে অপরের মধ্যে বন্ধুতা খুঁজে পেয়েছি, আমরা একে অপরকে বুঝেছি। এগুলো সারা জীবন আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। আমি আমার সব অনুরাগী ও শুভাকাঙ্খীদের অনুরোধ করব যে আপনারা প্রার্থণা করুন ও এই কঠিন সময়ে আমাকে আশীর্বাদ করুন।’
জানিয়ে রাখি ২০২০ সালের ১ মার্চ রনি রিয়াত রশিদের সাথে আংটিবদল করেন নুসরত ফারিয়া। সেসময় তিনি লেখেন, “সাত বছর ধরে আমাদের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।” পরিবারের সম্মতি নিয়েই আংটি বদল করেন দুজনে। এমনকি করোনা কেটে গেলে যে, বড় করে অনুষ্ঠান করবেন সেই বিষয়েও জানান তিনি।
এরপর ২ বছর অতিক্রান্ত হয়। ২০২২ সালের ডিসেম্বরে নুসরত জানান, তিনি বিয়ে করছেন না। তবে তার এবং রণির মধ্যে বন্ধুত্ব বজায় থাকছে। সংবামাধ্যমের মুখোমুখি হয়ে নুসরত বলেছিলেন, ‘আমাদের মধ্যে কোনও সমস্যা নেই, কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনও হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না’।
কিন্তু বুধবার দেখা গেল সম্পূর্ন উল্টো চিত্র। সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে বিচ্ছেদের ঘোষণা করেন তিনি। এমনকি সেই দিনটিকেই বেছে নেন, যেদিন তার বাগদান হয়। প্রসঙ্গত আপনাদের এও জানিয়ে দিই যে, অঙ্কুশের সাথে শীঘ্রই তাকে জুটি বাঁধতে দেখা যাবে। এছাড়া জি ফাইভেও একটি সিরিজে আসছেন তিনি।