দিদি নাম্বার ১ থেকে ডান্স বাংলা ডান্স! একাধিক সিরিয়ালের জন্য বড় সিদ্ধান্ত নিল জি বাংলা

অনেকেই আছেন যারা সিরিয়াল (Television Serial) না দেখলে মনে করেন দিন ভালো যায় না। অনেকেই আছেন যারা বাংলা সিরিয়াল বলতে অজ্ঞান। বিকেল থেকে শুরু হওয়া বিভিন্ন টিভি চ্যানেলে একের পর এক শো দেখতে ভালোবাসেন সিরিয়ালপ্রেমীরা। বিকেল হোক বা সন্ধেবেলা হাতে টিভির রিমোট, সেন্টার টেবিলে চা, একটু মুড়ি, চানাচুর, ভাজাভুজি থাকলে সন্ধে বা বিকেলটা একদম জমে যায়।

   

যাদের ছাড়া বাঙালির ড্রয়িং রুম সম্পূর্ণ হয় না অর্থাৎ সিরিয়াল এই সিরিয়াল দেখতে অনেকেই আছেন যারা খুব ভালোবাসেন। এই সিরিয়াল না দেখলে বা প্রত্যেকটা এপিসোড না দেখলে অনেকেরই আছে পেটের ভাত হজম হয় না একপ্রকার। যত সময় এগোচ্ছে ততই একের পর এক জনপ্রিয় চ্যানেল যেমন স্টার জলসা (Star Jalsha) থেকে শুরু করে জি বাংলা (Zee Bangla), কালার্স বাংলা, সান বাংলা চমক দিয়েই চলেছে।

এবার সকলকে টেক্কা দিয়ে পুজোর মরসুমে বড় চমক দিল জি বাংলা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও যদি জি বাংলার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি জরুরি খবর রইল বৈকি। উৎসবের আবহে একের পর টিভি সিরিয়াল, নন ফিকশন শোয়ের টাইম স্লট বদলে দিল চ্যানেল কর্তৃপক্ষ। বর্তমান সময়ে টিআরপি-র তালিকায় জি বাংলার বহু সিরিয়াল রয়েছে। এরকম মোক্ষম সময়ে কেন হঠাৎ করে সিরিয়ালের স্লট বদলের সিদ্ধান্ত নিল তা জানা যায়নি। আপনিও কি জানতে চান কোন কোন ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হয়েছে? তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।

জানা গিয়েছে, ঘরে ঘরে জি বাংলা থেকে শুরু করে দিদি নং ওয়ান, কার কাছে কই মনের কথা সিরিয়াল সহ অনেক ধারাবাহিকের সময়ে বদল ঘটানো হয়েছে। যেমন এবার থেকে ঘরে ঘরে জি বাংলা সম্প্রচার হবে বিকাল সাড়ে চারটের সময়ে।

এবার আসা যাক রাঙা বউ-এর কথায়। এটি রাত সাড়ে আটটায় সম্প্রচার হবে। এরপর এটি ভোর ৪:০৮ আর দুপুর ১:০০ সম্প্রচারিত হবে।  এরপর মিলি হবে রাত নয়টায়। এটি দুপুর আড়াইটের সময়ে রিপিট টেলিকাস্ট হবে এই ধারাবাহিক। এরপর রাত সাড়ে নয়টায় হবে খেলনা বাড়ি। সেটি ভোর ৩:২১, সকাল ৮:৩০ এবং দুপুর ১২:৩০টা নাগাদ এটি দেখা যাবে টিভির পর্দায়।

rachna banerjee didi

অন্যদিকে দিদি নম্বর ওয়ান সোম থেকে শনি হবে বিকাল পাঁচটা থেকে আর রবিবার হবে রাত সাড়ে আটটা। এরপর সেটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় হবে ইচ্ছে পুতুল,আর পুনরায় সম্প্রচার হবে মাঝ রাত ২:১০, ৩:৪৪, ভোর ৩:৪৪, ৬:৩০, দুপুর ১২:০০ ও দুপুর ৩:০০ টের সময়ে। মন দিতে চায় সিরিয়ালের সময় আগের মতোই থাকবে।  রাত এগারোটায় হবে শ্রী কৃষ্ণলীলা। রবিবার সাড়ে নয়টায় হবে ড্যান্স বাংলা ড্যান্স। শুক্র শনি সাড়ে নয়টায় সম্প্রচার হবে দাদা গিরি। এবার আসা যাক গৌরী এলো সিরিয়ালে। এটি সম্প্রচার হবে রাত ১০টায়। এরপর এটি আবার রিপিট টেলিকাস্ট হবে রাত ১:৪৭, ভোর ৪: ৩১ এবং সকাল ৭:০০ টায়।