যত সময় এগোচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে মানুষের মধ্যে চাহিদা বেড়েই চলেছে। সব রাজ্যের মানুষই চাইছেন যেন তাঁদের রাজ্যেও এই ট্রেন চলে আর তাঁরা এই ট্রেনের আনন্দ উপভোগ করতে পারেন। ইতিমধ্যে দেশের একাধিক জনপ্রিয় রুটে এই ট্রেন ছুটে চলেছে। তবে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া অনেকটাই। সময়ের সাথে সাথে ভারতীয় রেল (Indian Railways) তার যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রেনগুলিতে অনেক উন্নত কিছু বৈশিষ্ট্য যোগ করেই চলেছে। রেল যাত্রীদের চাহিদা, সুযোগ, সুবিধার গুরুত্ব দিয়ে বন্দে ভারতের মতো সেমি-হাই স্পিড ট্রেন অবধি চালানো হচ্ছে দেশে। দেশের প্রতিটি অংশকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য রেল যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছে।
এরই মাঝে শোনা যাচ্ছে, এবার বন্দে সাধারণ ট্রেন আসছে। আর এই ট্রেন হবে নন এসি। তবে নন এসি বলে যে অত্যাধুনিক জিনিস থাকবে না তা কিন্তু নয়। সবই থাকবে এই ট্রেনে। এমনকি এই ট্রেন একাধিক রুটে চলা শুধু সময়ের অপেক্ষা। তবে আপনিও যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এই খবর শুনে সব তালগোল পাকিয়ে যাবে আপনারও।
শোনা যাচ্ছে, বাংলাতেও এই বন্দে সাধারণ ট্রেনের চাকা গড়াতে চলেছে। কার্যত দুর্গাপুজোর মুখেই দারুণ সুখবর অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্য। আইসিএফ-এর জেনারেল ম্যানেজার বি জি মাল্য বলেছেন, ট্রেনগুলো হবে এসিহীন। এই পুশ-পুল ট্রেনে থাকবে ২২টি কোচ ও একটি লোকোমোটিভ। এই ট্রেনগুলো লঞ্চ হবে ৩১ অক্টোবর বা তার আগে। বস্তুত রাজ্যের হাওড়া থেকেও ট্রেনটি চলবে।
রেল কোনও পাকাপাকিভাবে ঘোষণা না করলেও বন্দে সাধারণ পাটনা-নয়াদিল্লি, হাওড়া-নয়াদিল্লি, মুম্বাই-নয়াদিল্লি এবং হায়দ্রাবাদ-নয়াদিল্লির মধ্যে চলবে বলে আশা করা হচ্ছে। তবে শুধু বন্দে সাধারণই না, বন্দে মেট্রো ও বন্দে স্লিপারও আসতে চলেছে দেশে। রেল সূত্রে খবর, ১২ কোচের বন্দে ভারত মেট্রো ট্রেন ২০২৪ সালের জানুয়ারি ও বন্দে ভারত-এর স্লিপার কোচ ট্রেনটি ২০২৪ সালের মার্চের মধ্যেই চালু হতে পারে।