আমেরিকা, অস্ট্রেলিয়াও কিনতে চায় ভারতের যুদ্ধবিমান! গোটা বিশ্বে ডঙ্কা বাজল ‘তেজস”-র

ভারত (India) সম্পর্কে একটি কথা প্রচলিত রয়েছে, “ভারত হলো অনেকটা হাতির মতো, উঠতে অনেকটা সময় নেয় কিন্তু হাতি যখন উঠে দাঁড়ায় তখন সবাই তা অনুভব করতে পারে”। এটা যে সর্বৈব সত্য সেই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বহু বছর লেগে গিয়েছে ‘তেজস’ (HAL Tejas) যুদ্ধবিমান বানাতে, সেই অটলবিহারী বাজপেয়ীর আমল থেকে আজ নরেন্দ্র মোদীর আমল। তবে তৈরি হওয়ার পর থেকেই নিজের পেশী আস্ফালন করছে তেজস। তবে এবার সেই বিমান কিনতে চলেছে খোদ আমেরিকা!
যেদিন থেকে তেজস যুদ্ধবিমান সামনে এসেছে, সারা বিশ্বের লাইমলাইট টেনে নিয়েছে নিজের দিকে। বিশ্বের বহু দেশই এই যুদ্ধবিমান কিনতে চাইছে। তালিকায় নাম রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স। কিন্তু সেই তালিকায় যুক্ত হয়েছে খোদ বিশ্বের মহাশক্তিধর দেশ আমেরিকা! প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে তাই জানা গিয়েছে।
এর আগে জানা গিয়েছিল যে, মালয়েশিয়া দারুণ পছন্দ করেছে তেজস যুদ্ধবিমান। তারা এরকম ১৮টি যুদ্ধবিমান অর্ডার দিতে চলেছে। আর সেটি হলে সারাবিশ্বেই বাজতে শুরু করবে ভারতের জয়ধ্বনি। এতদিন অস্ত্রের জন্য বিদেশের ওপর নির্ভর থাকলেও প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ভারতকে সবদিক দিয়ে সাবলীল করার জন্য শক্ত পদক্ষেপ নিতে থাকেন।
ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনী ৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে ৮৩ টি তেজস যুদ্ধবিমান তৈরির বরাত দিয়েছে হ্যালকে। আগামি ২০২৩ সালের মধ্যেই যা তৈরী হয়ে যেতে চলেছে। আর এর সাথে সাথেই বিদেশে রপ্তানির বিষয়কেও জোর দিয়েছে মোদী সরকার। সেজন্যই মালয়েশিয়াকে বিমান বিক্রির প্রস্তাব মঞ্জুর করেছে ভারত সরকার।
ভারত সরকার আপাতত জরাজীর্ণ অবস্থায় থাকা Flying Coffin ‘Mig 21’, বিমানের জায়গায় তেজসকে বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করতে চাইছে। আর এর ফলে বহুগুণ বেড়ে যাবে ভারতীয় সেনা বাহিনীর শক্তি। এছাড়া রুশ নির্মিত ‘আইএল-৭৮’ জ্বালানিবাহী বিমান থেকে মাঝ আকাশে তেল ভরা হয় তেজসে। স্বপ্ল সময়ে ১৯,০০০ লিটার জ্বালানি ভরে নিয়ে রেকর্ড বানায় সেটি।
এছাড়া তেজসের ওজন হালকা হলেও যে অস্ত্রের ভান্ডার রয়েছে সেটি অত্যন্ত শক্তিশালি। শত্রুপক্ষের থেকে বহুদূরে থাকার সময়ই লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে ভারতের গর্বের এই যুদ্ধবিমান। এবার এই যুদ্ধবিমান দিয়ে ভারতের অস্ত্র রফতানি করার ক্ষমতা বাড়াতে চাইছে মোদী সরকার।