করমণ্ডলের পর ফের রেল দুর্ঘটনা! আবারও লাইনচ্যুত ট্রেন, প্রকাশ্যে ভয়াবহ ভিডিও

দুর্ঘটনা যেন থামারই নাম নিচ্ছে না। বিশেষ করে রেল (Indian Railways) দুর্ঘটনা। কারণ আজ বুধবার আবারও দেশের এক প্রান্তে ঘটে গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে।

বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা রয়েছে দেশবাসীর। এই ঘটনার পরেও লাগাতার হয়েছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। যদিও করমণ্ডলের মতো এতটা ভয়াবহ আকার ধারন করেনি। এরই মাঝে আরও এক ট্রেন লাইনচ্যুত (Train Derailed) হল।

জানা গিয়েছে, লাইনচ্যুত হয়েছে তিরুপতি-তিরুবনন্তপুরমগামী (Tirupati-Thiruvananthapuram) ট্রেন। ট্রেনটি তার শেষ স্টপ তিরুপতি রেলস্টেশনে লাইনচ্যুত হয়। দুর্ঘটনা সম্পর্কিত একটি ভিডিও অবধি প্রকাশ্যে এসেছে।

যদিও বড়সড় রেল দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কারণ যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটির মধ্যে দুর্ঘটনার সময়ে কোনও যাত্রী ছিলেন না। এদিকে এই ঘটনার কারণে অনেক ট্রেন দেরিতে চলছে। এই মুহুর্তে, প্রশাসন লাইনচ্যুত কোচটিকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে।