রেশন কার্ডে ২১ কেজি গম ও ১৪ কেজি চালসহ লবণ, তেল ও ছোলা! বড় ঘোষণা সরকারের

রেশন কার্ড (Ration Card) ধারীদের জন্য বড় খবর রয়েছে। আপনিও যদি রেশন কার্ড ব্যবহার করেন তাহলে আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ন। বিনামূল্যে খাদ্যশস্যের সুবিধা যারা নেন তাদের জন্য রয়েছে বড় আপডেট।
এবার সরকার বিনামুল্যে ২১ কেজি গম এবং ১৪ কেজি চাল দেওয়ার ঘোষণা করেছে। আগের চেয়ে আরো বেশি গম এবং চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। শুধু তাই না, এবার চাল এবং গমের পাশাপাশি তেল ও নুনের প্যাকেট দেওয়া হবে।
দেশের মানুষের সাহায্যার্থে, বিশেষত দরিদ্র সমাজকে উপযুক্ত পুষ্টি এবং পোষণের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য অন্ত্যোদয় রেশন কার্ডধারীদের ২১ কেজি গম এবং ১৪ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রেশন কার্ড দোকানে চাল গমের পাশপাশি নুন, তেল ও ছোলার প্যাকেট দেবে সরকার। যদিও এক্ষেত্রে পাওয়ার নিয়ম রয়েছে ভিন্ন। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে আগে পৌঁছাতে হবে রেশন দোকানে। শেষ হয়ে গেলে আর এই সুবিধা পাওয়া যাবেনা।