অতিরিক্ত কর বসাচ্ছে রাজ্য সরকার! মাথায় হাত সুরাপ্রেমিদের, নভেম্বর থেকে এতটা বাড়ছে মদের দাম

আপনিও কি সুরাপান (Alcohal) করতে ভালোবাসেন? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।  বর্তমানে দেশজুড়ে চলছে উৎসবের মরসুম। আর এই উৎসবের মরসুমে পানীয়ের চাহিদা একদম তুঙ্গে থাকে। শুধু তাই নয়, যে কোনও রাজ্যের রাজস্ব ফুলে ফেঁপে ওঠার নেপথ্যে সুরাপ্রেমীদের কিন্তু অনেকটাই অবদান থাকে বৈকি।

   

তবে এই উৎসবের মরসুমে সেইসব সুরাপ্রেমীদের জন্যেই রইল একটি ঝটকাদায়ক খবর। যা শুনে হয়তো তাঁদের মাথায় বাজ ভেঙে পড়তে পারে। চলতি বছরের নভেম্বর মাস থেকেই যারা অ্যালকোহল পান করেন তাদের পকেটে বিশাল প্রভাব পড়তে চলেছে। কারণ ক্লাব ও পানশালায় অ্যালকোহল পরিসেবার ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বলে খবর। এখন থেকে যারা মদ্যপান করেন তাদের বার, লাউঞ্জ ও ক্লাবে পাঁচ শতাংশ বেশি ভ্যাট দিতে হবে। এর আগে পাঁচ শতাংশ ভ্যাট আদায় করা হতো। অর্থাৎ এখন মোট ১০ শতাংশ ভ্যাট দিতে হবে। স্বস্তির বিষয় হল, এই ডিক্রি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নয়। প্রকৃতপক্ষে, মহারাষ্ট্র সরকার এটি ঘোষণা করেছে। অর্থাৎ আপনিও যদি মহারাষ্ট্রের বাসিন্দা হয়ে থাকেন এবং সুরাপ্রেমী হয়ে থাকেন তাহলে মদ্যপান করা আরও ব্যয়বহুল হতে চলেছে।

alcohol mod aeda eine

মহারাষ্ট্র সরকারের এই নতুন আদেশ অনুযায়ী, নন-কাউন্টার বিক্রয়ের ক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে না। কাউন্টার বিহীন বিক্রয় হলে আগের মতোই মদ বিক্রি অব্যাহত থাকবে। এছাড়া ২০ শতাংশ ভ্যাট প্রদানকারী বড় বড় হোটেলগুলোর ক্ষেত্রেও এই বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে গোয়া, চণ্ডীগড় ও হরিয়ানার মতো শহরে মদের দাম কমানো হয়েছে বলে খবর।