গুরুতর অসুস্থ দ্য কেরালা স্টোরির পরিচালক, ভর্তি হাসপাতালে! কী হল সুদীপ্ত সেনের? চিন্তায় ভক্তরা

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। যদিও এই বিতর্কের মাঝেই দেশজুড়ে বহু প্রেক্ষাগৃহগুলিতে রমরমিয়ে চলছে এই সিনেমা। ইতিমধ্যে ২০০ কোটি টাকার ঘরে ঢুকেছে এই সিনেমা। এরই মাঝে এল খারাপ খবর।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা সম্প্রতি ছবিটির প্রচারের জন্য প্রচুর জায়গায় ভ্রমণ করছিলেন। তবে এতে এবার কিছুটা ছেদ পড়ল। গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক।

এদিকে চলচ্চিত্র নির্মাতা হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি প্রচার পর্বে অংশ নিতে পারবেন না বলে খবর। ‘দ্য কেরালা স্টোরি’ ইতিমধ্যে একটি ব্লকবাস্টার সাফল্য পেয়েছে এবং এই মাসের পাশাপাশি আগামী মাসেও বক্স অফিসে দীর্ঘ চলবে। সেই যে কথায় আছে না, ‘লম্বি রেস কা ঘোড়া।‘ অনেকে এই সিনেমা দেখে এই কথাই বলছেন।

যদিও চলচ্চিত্র নির্মাতা দর্শকদের ছবিটির প্রতি ঘৃণা নয়, ভালবাসার বৃষ্টি অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন। সেইসঙ্গে সকলকে পরিবারের সাথে এটি দেখার জন্য আবেদন করেছেন। বিগত কয়েকদিন ধরে ছবিটি মুক্তির পর বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছে। তবে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন, এই ছবিটি একটি প্রোপাগান্ডা, যার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে।

sudipto main

সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ তিন মেয়ের গল্প। ছবিতে দেখানো হয়েছে, মেয়েদের প্রথমে ব্রেইনওয়াশিংয়ের মাধ্যমে ধর্মান্তরিত করা হয় এবং তারপর তাদের জঙ্গি সংগঠন আইএসআইএস-এ যোগ দিতে বাধ্য করা হয়। আদা শর্মা, সিদ্ধি ইদনানি এবং সোনিয়া বালানির মতো তারকারা এই ছবিতে অভিনয় করেছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button