ভারতের অন্যতম বড় কোম্পানি হলো টাটা গ্রুপ (Tata Group) এবার এই টাটা গ্রুপই আগামী দিনে এক বড় রকমের সিদ্ধান্ত নিতে চলেছে যা হয়তো আপনি ভাবতেও পারবেন না অনেকেই আছেন যারা iPhone ভালবাসেন কিন্তু ভালোবাসলেই তো আর হবে না iPhone কিনতে গেলে পকেট গরম থাকা একটু জরুরি, নইলে খুবই সমস্যার।
আপনিও যদি ভারতীয় হয়ে থাকেন এবং আইফোনপ্রেমী হয়ে থাকেন তবে আপনার জন্যে রইল একটি জরুরি খবর। কারণ এবার আইফোন বানাবে টাটা । হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ভারতে অ্যাপলের আইফোন তৈরির কাজ শীঘ্রই টাটা গ্রুপের হাত ধরে শুরু হতে চলেছে। ভারতে আইফোন তৈরির সংস্থা উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াকে কিনে নিয়েছে টাটা গ্রুপ। উইস্ট্রন ইনফোকমের মূল সংস্থা উইস্ট্রন কর্পোরেশনের পরিচালনা পর্ষদ এই অধিগ্রহণের অনুমোদন দিয়েছে।
ইলেকট্রনিক্স ও প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন। আগামী আড়াই বছরের মধ্যে টাটা গ্রুপ দেশীয় ও বৈশ্বিক বাজারের জন্য ভারতে আইফোন তৈরি শুরু করবে। বর্তমানে, উইস্ট্রনের ভারতীয় প্ল্যান্ট iPhone 12 ও iPhone 13 উত্পাদন করছে। তবে টাটার অধিগ্রহণের পরে উইস্ট্রন সম্পূর্ণরূপে ভারতীয় বাজার থেকে বেরিয়ে যাবে, কারণ এটি ভারতে অ্যাপল পণ্য উত্পাদন কারী সংস্থার একমাত্র প্ল্যান্ট ছিল।
কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর টুইটারে-এ লিখেছেন, “নরেন্দ্র মোদীজির দূরদর্শী পিএলআই প্রকল্প ইতিমধ্যেই ভারতকে স্মার্টফোন উত্পাদন এবং রফতানির জন্য একটি বিশ্বস্ত এবং প্রধান কেন্দ্রে পরিণত করেছে। এখন মাত্র আড়াই বছরের মধ্যে টাটা সংস্থাগুলি দেশীয় এবং বৈশ্বিক বাজারের জন্য ভারত থেকে আইফোন তৈরি শুরু করবে। উইস্ট্রনের পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য টাটা টিমকে অভিনন্দন।”
উইস্ট্রন কারখানাটি দক্ষিণ-পূর্ব কর্ণাটকে অবস্থিত। এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মার্চ-এর মধ্যে উইস্ট্রন এই কারখানা থেকে প্রায় ১.৮ বিলিয়ন ডলারমূল্যের অ্যাপল আইফোন তৈরি করবে। টাটা এই কারখানায় বিশ্ব বাজারের জন্য আইফোন ১৫ তৈরি করবে। প্রায় এক বছর ধরে এই চুক্তির জন্য আলোচনা চলছিল।