এলপিজি সিলিন্ডার (Liquefied petroleum gas) এখন দেশের প্রতিটি মানুষের প্রয়োজন হয়ে উঠেছে। বর্তমান সময়ে বেশিরভাগ বাড়িতে রান্নার জন্য এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। যদিও গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। যদিও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (State Government)। রাজ্য সরকারের এক সিদ্ধান্তের কারণে মানুষের দৈনন্দিন জীবন আমুল বদলে যাবে। কমে যাচ্ছে গ্যাসের দাম।
সম্প্রতি বড়সড় সিদ্ধান্তের ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। উজ্জ্বলা যোজনার ১.৭৫ কোটি উপকারভোগীদের দুটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার পরিবর্তে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে উত্তরপ্রদেশ সরকার।
একটি সিলিন্ডারের জন্য ৯১৪.৫০ টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিটি উৎসবের মরসুমে সকলের অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এজন্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া দ্রুত করতে পরামর্শ দেওয়া হয়েছে।
ক্ষমতাসীন বিজেপি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের দুটি বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেইসময়ে বলা হয়েছিল এগুলি হোলি এবং দীপাবলিতে দেওয়া হবে। এদিকে নির্বাচনের ফলাফল আসার পরে হোলি দু’বার এবং দীপাবলি একবার অতিবাহিত হয়েছে। তবে এই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। ফলে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল।
এদিকে দ্রুত ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং আসন্ন লোকসভা নির্বাচনের আগে, সরকার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ভাবনা চিন্তা করছে বলে সরকারী সূত্রে খবর। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২৩০ টাকা ভর্তুকি এবং সিলিন্ডারের খুচরা গড় মূল্য ১১৪৪ টাকা হলে ব্যাঙ্ক এক্সচেঞ্জ রেট প্রায় ৯১৪.৫০ টাকা দিতে সম্মত হয়েছে সরকার। উত্তরপ্রদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রকল্পের সুবিধাভোগীদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হবে।