VFX দিয়ে খামতি ঢাকার চেষ্টা, মুখ দেখলে অন্তর থেকে ভক্তি জাগে না! আধুনিক মহালয়া নিয়ে শ্রীলেখা

পরশুই গিয়েছে মহালয়া। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান করে দেবী পক্ষের শুরু। আর সেই মহালয়ার শুরু হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের ‘মহিষাসুরমর্দিনী’র চণ্ডীপাঠ দিয়ে। হালে টেলিভিশনে শুরু হয়েছে মহালয়ার অনুষ্ঠান। একটা সময় ছিল যখন মহালয়া শুধুমাত্র রেডিওতে শোনা যেত, কিন্তু এখন টেলিভিশনে বেশ জাঁকজমক ও অতি নাটকীয়তার সাথে মহালয়া পরিবেশ করা হচ্ছে।

আগে একটাই মাত্র চ্যানেলে চলত মহালয়া, কিন্তু এরপর বেড়েছে চ্যানেলের সংখ্যা। আর সেইসাথে বেড়েছে অতি নাটকীয়তা। স্বাভাবিক ভাবেই তাই সেইসমস্ত অনুষ্ঠান নিয়ে বেড়েছে সমালোচনা। শুধু সমালোচনা বললে ভুল বলা হয়, দর্শকরা বিরক্ত হয়ে উঠেছেন বিভিন্ন চ‍্যানেলের মহালয়ার অনুষ্ঠান দেখে। আর বিতর্ক শুরু হবে কিন্তু সেখানে শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) অংগ্রহণ করবেন না, তা কখনো হতে পারে?

তবে শ্রীলেখা মিত্র যে আগেকার দিনের মহালয়ার অনুষ্ঠান দেখতে বেশি পছন্দ করেন সেটাও জানিয়ে দেন তিনি। তার মতে এখনকার সময়ের অনুষ্ঠানগুলিতে একটা জিনিসের বড় অভাব, আর তা হলো সাধারণত্ব। আগে মাত্র একটাই চ্যানেল ছিল আর সেখানেই ফি বছর মহালয়া উপলক্ষে মহিষাসুরমর্দিনী দেখা যেত। VFX নামক বস্তু থেকে অনেক দূরে ছিল সেই অনুষ্ঠান।

এমনকি থাকেনি কোনো বাহারি মেকআপ বা অতিরিক্ত নাচগান সমেত লম্ফঝম্প। কিন্তু মানুষ আজও সেই অনুষ্ঠান দেখতে বেশি ভালোবাসে। আসলে সেই অনুষ্ঠান মানুষের মন ছুঁয়ে যেতে পেরেছিল। শ্রীলেখা এদিন দূরদর্শনের মহালয়ার অনুষ্ঠানের ভিডিওর ইউটিউব লিংক শেয়ার করেন ফেসবুকে।

নিজের সেই পোস্টের ওপর ক্যাপশন দেন, ‘মা দূর্গা সাজতে গেলে ডিজাইনার শাড়ি, গয়না লাগে না আর স্পেশ‍্যাল এফেক্টস দিয়ে ‘খামতি’ গুলো পূরণ করা যায় না। চ‍্যানেল এবং বাকিরা বুঝবেন কবে? আমাদের ছোটবেলার মা দূর্গা সেজেছিলেন সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায় দূরদর্শনে। তাঁকে মানাত, তাঁর মুখের শ্রী ছিল মায়ের মতো। আপনাদের সেটা নেই।’

ওইটুকু লিখেই শ্রীলেখা থামেননি। তিনি আরো লেখেন, ‘দোষ আপনাদের নয়, সিস্টেমের। রাজনৈতিক এবং ক্ষমতার। আবার ভাববেন না দয়া করে আমাকে কোনোদিন মা দূর্গা হতে দেখেননি বলে আমি হিংসেতে বলছি আর ভাবলেও কী বা যায় আসে আমার আপনার বলুন? সাধারণত্বেরই সবসময় জয়জয়কার হয় এটা বুঝলে আমার ১৪ পুরুষের ভাগ‍্য।’

আগে সমস্তকিছুই ছিল খুব সাধারণ, কিন্তু আজ জাঁকজমক দিয়ে সেই সাধারণকে ঢেকে অসাধারন করতে গিয়েই সমস্যার সূত্রপাত হয়েছে। শ্রীলেখার মতে বাইরে যতই বাহারি মেকাপ থাকুক, অন্তরের যে বিশেষ সৌন্দর্য্য, সেটা তো আর নেই। তাই বর্তমান সময়ের অভিনেত্রীদের মুখ দেখলে অন্তর থেকে ভক্তিভাব জাগে না শ্রীলেখা মিত্রর।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button