এবার দেউলিয়া হওয়া এই কোম্পানিকে উদ্ধার করতে এগিয়ে এল টাটা গ্রুপ, বদলে যাবে ভাগ্য

দেশের অনেক বন্ধ হতে বসা ছোট ছোট কোম্পানিকে নিজেদের সাথে মিশিয়ে নিয়েছে টাটা গ্রুপ (Tata Group)। আর ঠিক সেইভাবেই এবার টাটা গ্রুপ অধিগ্রহণ করতে চলেছে রিসার্জেন্ট পাওয়ার ভেঞ্চার্স গ্রুপকে। কোম্পানি ইতিমধ্যেই দেউলিয়া ঘোষণা করেছে নিজেদের। আর সেই কোম্পানি কিনে নেবে রতন টাটার (Ratan Tata) কোম্পানি।

সংস্থা তাদের সাথে টাটার এই চুক্তির ফলে নিজেদের বকেয়া মেটাতে পারবে। সংস্থাটি ৩,২৫১ কোটি টাকায় ইক্যুইটি শেয়ার বিক্রি করেছে টাটাদের। এককালীন লেনদেনের মাধ্যমে হস্তান্তর হয়েছে এই কোম্পানি। টাটা গ্রুপের এই কোম্পানি অধিগ্রহণ করায় সংস্থাটি নিজেদের ঋণের ভার থেকে মুক্ত হয়েছে।

বর্তমানে দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ পাওয়ার ট্রান্সমিশন (South East Uttar Pradesh Power Transmission Corporation Limited বা SEUPPTCL) এর সাথে রিসর্জেন্ট পাওয়ার একটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, SEUPPTCL এর প্রায় ১৫,০০০ কিমি লম্বা ট্রান্সমিশন লাইন রয়েছে।

এককালীন অর্থের লেনদেন হলেও মোট ৬,৫০০ কোটি টাকাতে হাতবদল হবে কোম্পানির। ট্রান্সমিশন প্রকল্পের জন্য মোট এন্টারপ্রাইজ মূল্য ধরা হয়েছে ৬,৫০০ কোটি টাকা। এই বিরাট অংকের বিনিময়ে কোম্পানিকে অধিগ্রহণ করবে টাটা গ্রুপ।

tata power

প্রসঙ্গত টাটা পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড (TPIPL), টাটা পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন কেবল একটি সহযোগী সংস্থ। যাদের কাছে রিসার্জেন্ট পাওয়ারের মোট ২৬ শতাংশ শেয়ার রয়েছে৷ সেই সাথে ICICI ব্যাংকের কাছেও রিসার্জেন্ট পাওয়ারে ১০ শতাংশ শেয়ার রয়েছে আর বাকি ৬৪ শতাংশ শেয়ার রয়েছে বাকি বিনিয়োগকারীদের কাছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button