নিজের গ্রাহকদের আবারও দারুণ সুখবর দিল ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি Jio। আপনিও যদি জিও-র গ্রাহক হয়ে থাকেন তবে আপনার জন্য রইল এক দারুণ চমক। আজ গণেশ চতুর্থীর মতো শুভ দিনে এক নতুন জিনিস এনে সকলকে চমকে দিল মুকেশ আম্বানির কোম্পানি।
গণেশ চতুর্থী উপলক্ষে রিলায়েন্স জিও (Reliance Jio) দেশের ৮টি মেট্রো শহরে জিও এয়ার ফাইবার (Jio AirFibre) চালু করেছে। জিও এয়ার ফাইবার একটি ইন্টিগ্রেটেড এন্ড-টু-এন্ড সল্যুশন যা হোম এন্টারটেইনমেন্ট, স্মার্ট হোম সার্ভিস এবং হাই স্পিড ব্রডব্যান্ডের মতো পরিষেবা সরবরাহ করবে। আজ জিও প্রাথমিকভাবে দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুনেতে জিও এয়ার ফাইবার পরিষেবা চালু করেছে।
এদিন AirFibreএবং AirFibre Max নামের দুটি প্ল্যান বাজারে লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। জিও এয়ার ফাইবার প্ল্যানে গ্রাহক দুই ধরনের স্পিড প্ল্যান পাবেন। এগুলো 30Mbps এবং 100Mbps। সংস্থাটি প্রাথমিক ৩০ এমবিপিএস প্ল্যানের দাম ৫৯৯ টাকা নির্ধারণ করেছে। একই সঙ্গে ১০০ এমবিপিএস প্ল্যানের দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। উভয় পরিকল্পনায় গ্রাহক ৫৫০ টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং ১৪ টি বিনোদনমূলক অ্যাপ্লিকেশন (App) পেয়ে যাবেন।
Reliance Jio ১১৯৯ টাকার প্ল্যানও চালু করেছে। যার মধ্যে নেটফ্লিক্স, অ্যামাজন এবং জিও সিনেমার মতো প্রিমিয়াম অ্যাপগুলিও উপরে পাওয়া চ্যানেল এবং অ্যাপ্লিকেশনগুলির সাথে উপলব্ধ হবে। যেসব গ্রাহক বেশি ইন্টারনেট স্পিড চান তারা ‘এয়ার ফাইবার ম্যাক্স’ প্ল্যানের অপশনটি বেছে নিতে পারেন। ৩০০ এমবিপিএস থেকে ১০০০ এমবিপিএস অর্থাৎ ১ জিবিপিএস পর্যন্ত তিনটি প্ল্যান চালু করা হয়েছে জিও-র তরফে।
১৪৯৯ টাকায় আপনি পরই যাবেন ৩০০ এমবিপিএস স্পিড। এছাড়া ২৪৯৯ টাকায় ৫০০ এমবিপিএস পর্যন্ত গতি পেয়ে যাবেন আপনিও। এছাড়া কোনো গ্রাহক যদি 1Gbs স্পিডের প্ল্যান নিতে চান, তাহলে তাকে খরচ করতে হবে ৩৯৯৯ টাকা।