Airtel-র বাজার শেষ! এই দিন AirFiber লঞ্চ করতে চলেছে JIO, প্ল্যানের মূল্য জেনে লাফাবেন

টেলিকম জগতে একে অপরকে টেক্কা দিয়েই চলে এয়ারটেল (Bharti Airtel) ও Jio। কীভাবে নিজেদের বা অন্যান্য টেলিকম গ্রাহকদের আকর্ষিত করা যায় সেই কাজে মনোনিবেশ করেছে দেশে অন্যতম এই দুটি টেলিকম কোম্পানি।

এবারও তার ব্যতিক্রম ঘটল না। কারণ এবার সস্তা ভয়েস কলিং এবং ডেটা প্ল্যানের পর AirFiber-এর ক্ষেত্রেও এয়ারটেলকে চ্যালেঞ্জ জানাতে চলেছে Jio। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এক্সস্ট্রিম এয়ার ফাইবার কিছুদিন আগে চালু করেছিল এয়ারটেল। এবার এই এয়ারটেলকেই টেক্কা দিতে জিও এয়ার ফাইবার চালু করতে চলেছে।

যার জেরে আশঙ্কা করা হচ্ছে, Jio-র এহেন পদক্ষেপে অনেকটাই কোণঠাসা হতে পারে এয়ারটেল। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৮ তারিখ নতুন এয়ার ফাইবার লঞ্চ করতে পারে জিও। ওইদিনই রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে জিও এয়ারফাইবারের কথা ঘোষণা করা হতে পারে।

Airtel extreme AirFiber দিল্লি এবং মুম্বাইয়ে চালু করা হয়েছে। এর প্রাথমিক মাসিক মূল্য ৭৯৯ টাকা। যেখানে অর্ধ-বার্ষিক পরিকল্পনার মূল্য হল ৪,৪৩৫ টাকা। এদিকে রিপোর্ট অনুযায়ী, জিও ২০ শতাংশ কম দামে এয়ার ফাইবার প্ল্যান লঞ্চ করতে পারে। এমন পরিস্থিতিতে এর মাসিক দাম প্রায় ৬৪০ টাকা হতে পারে। যদিও অর্ধ-বার্ষিক পরিকল্পনাটি ৩৬৫০ টাকায় চালু করতে পারে Jio, এমনই ধারণা করা হচ্ছে। এছাড়াও জিওসিনেমা সহ অনেক অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দিতে পারে জিও।

এয়ার ফাইবার একটি নতুন প্রযুক্তি। যার জন্য অপটিক্যাল ফাইবারের প্রয়োজন হবে না। এতে একটি রিসিভার থাকবে, যাতে একটি 5G সিম ইনস্টল করা থাকবে, যার সাথে আপনার ওয়াই-ফাই কানেক্ট হবে। এ অবস্থায় ব্যবহারকারীরা তার ছাড়াই ১ জিবিপিএস পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট পাবেন।