দেশের কোটি কোটি মানুষ বর্তমানে রিলায়েন্স Jio সিমের ব্যবহার করেন। ভারতী এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন-আইডিয়াকে কড়া টক্কর দিয়ে বাজারে রমরমিয়ে চলছে জিওর সিম। একপ্রকার প্রতিযোগিতার বাজারে দাপট দেখাচ্ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই কোম্পানি। রিলায়েন্স Jio অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় তার গ্রাহকদের সস্তা প্রিপেইড প্ল্যান সরবরাহের জন্য জনপ্রিয়। জিও তার অনেক প্রিপেইড প্ল্যানের সঙ্গে গ্রাহকদের অতিরিক্ত ডেটা সরবরাহ করে। সম্প্রতি 5G পরিষেবা লঞ্চ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল জিও। কিন্তু হঠাতই যেন ঘটল ছন্দপতন।
যদিও বর্তমানে My Jio অ্যাপ খুলতে গিয়ে মাথায় হাত পড়েছে বহু গ্রাহকের। কেন জানেন? কারণ জিও একদমই চুপিসারে একটি বিখ্যাত অফার বন্ধ করে দিল। জিও তার একটি ব্যয়বহুল প্রিপেইড প্ল্যান থেকে অতিরিক্ত বোনাস ডেটা অফার সরিয়ে নিয়েছে। আপনিও যদি জিওর গ্রাহক হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। আসুন তাহলে আপনিও জেনে নিন যে জিও তার কোন প্ল্যান থেকে অতিরিক্ত ডেটা সরিয়ে নিয়েছে এবং এখন গ্রাহকদের অতিরিক্ত ডেটা নেওয়ার ক্ষেত্রে অন্য বিকল্প কী? রিলায়েন্স জিও তাদের ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান থেকে বোনাস ডেটা অফার সরিয়ে নিয়েছে।
জিওর এই ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যেত। আর এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। কারও যদি অতিরিক্ত ডেটার প্রয়োজন হত তাহলে জিও-র গ্রাহকরা এই ৯৯৯ টাকার প্ল্যানে ৪০ জিবি বোনাস ডেটা অফার পাচ্ছিলেন এতদিন। কিন্তু এখন তা সরিয়ে দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে এই পরিকল্পনা চালু করা হয়। সেই সময় জিও জানিয়েছিল, এই প্ল্যানের সঙ্গে দেওয়া ৪০ জিবি বোনাস ডেটা দেওয়া হবে। এই বিশেষ প্ল্যানটি আইপিএল ২০২৩-কে ঘিরে চালু করা হয়েছিল। যদিও সেই সময় সংস্থাটি আরও বলেছিল যে এই বোনাস ডেটা অফারটি সীমিত সময়ের জন্য রয়েছে এই প্ল্যানটি।