বিনামূল্যে জিনিস পেতে কার না ভালো লাগে। আর সেটা যদি ফ্রি ইন্টারনেট (Internet Access) হয় তাহলে তো একদম সোনায় সোহাগা। আপনার বাড়িতেও যদি Jio-র কানেশন থেকে থাকে বা নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য দারুণ সুখবর আনল রিলায়েন্স জিও (Reliance Jio)। টাকা খরচ না করে ৩০ দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুবর্ণ সুযোগ দিচ্ছে জিও।
একদিকে যখন বেশ কয়েকটি টেলিকম সংস্থা নিজেদের রিচার্জ প্ল্যানে দাম বাড়াচ্ছে তখন দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স Jio তার গ্রাহকদের বিনামূল্যে পরিষেবা দিচ্ছে। জিও কোনও টাকা ছাড়াই ৩০ দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট এবং বিনামূল্যে কলিং অফার নিয়ে এল এবার। কোনওরকম অর্থ ব্যয় না করে পুরো এক মাসের জন্য হাই-স্পিড ইন্টারনেট এবং বিনামূল্যে কলিংয়ের সুবিধা নিতে পারেন। তবে এর জন্য আপনাকে রিলায়েন্স জিওর ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে।
দীর্ঘ পরিকল্পনার দিকে গ্রাহকদের আকৃষ্ট করতে জিও, জিও ফাইবার সংযোগে দুর্দান্ত অফার দিচ্ছে। জিও-র ৩০ দিনের বিনামূল্যে পরিষেবা সংস্থা এবং গ্রাহক উভয়কেই উপকৃত করবে। রিলায়েন্স জিও তার প্রিপেইড ব্রডব্যান্ড প্ল্যানে মাসিক, ত্রৈমাসিক, ৬ মাস এবং ১২ মাসের পরিষেবা দেয়। তবে ৩০ দিনের ফ্রি সার্ভিসের সুবিধা পাবেন শুধুমাত্র ১২ মাসের প্ল্যানে। ৬ মাসের প্ল্যান নিলে ১৫ দিনের ফ্রি সার্ভিস পাবেন।
জিওর ১২ মাসের প্রিপেইড ব্রডব্যান্ড প্ল্যানের দাম ৪৭৮৮ টাকা। আপনি যদি এই প্ল্যানের নেন তবে আপনি ৩৬০ দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানে আপনি ৩০ এমবিপিএস ডাউনলোড স্পিড এবং ৩০ দিনের আপলোড স্পিড পাবেন। শুধু তাই নয়, আপনি ৩৬০ দিনের জন্য বিনামূল্যে কলিংয়ের সুবিধাও পাবেন এবং আপনি সারা বছর আনলিমিটেড ডেটাও ব্যবহার করতে পারবেন।