শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য ব্যাপক খবর, এবার যা ব্যবস্থা করল রেল! শুনে আনন্দে লাফাবেন

ট্রেন লেট, রেললাইনে ধস, ট্রেন বাতিল…রেলযাত্রীদের কাছে এই বিষয়গুলি এখন জলভাত। একপ্রকার এই বিষয়গুলি তাঁদের কাছে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। এমনকি এই বিষয়গুলি নিয়ে মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার অবধি হচ্ছে। তবে আর এসব সমস্যা পোহাতে হবে না যাত্রীদের বলে খবর। কারণ যাত্রী হয়রানি মেটাতে বড় উদ্যোগ নিয়েছে রেল (Indian Railways)। যারপরনাই খুশি নিত্য রেল যাত্রীরা। আপনিও কি রেলে ভ্রমণ করেন? আপনিও কি শিয়ালদহ (Sealdah) শাখায় চলাচল করেন? তাহলে আপনার জন্যে রইল এক গুরুত্বপূর্ণ খবর।

এক বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিয়ালদহ শাখা যাত্রী মহলে সাড়া ফেলে দিতে চলেছে। যে কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। কী সেই প্রযুক্তি নিশ্চয়ই আপনিও জানতে চান? জানা গিয়েছে, শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও মসৃণ করতে চালু করা হল ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম বা টিএমএস।

এটা একটি অত্যাধুনিক প্রযুক্তি। এই নিয়ে রেল সূত্রে খবর, ট্রেন চলাচলের উপর প্রতিনিয়ত নজরদারি এবং নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে টিএমএস ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। এই টিএমএস-এর দরুণ স্টেশনের ইন্টার লকিং সিস্টেমের মাধ্যমে সিগন্যাল, ট্র্যাক সার্কিট এবং পয়েন্টের সমন্বয় সাধন করা যাবে।

শুধু তাই নয়, রেলের এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে কোন ট্রেন লেট হচ্ছে সেই রেকগুলিকে সহজেই চিহ্নিত করা যাবে। এই প্রযুক্তি আনার লক্ষ্য কী? রেলের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে একাধিক সমস্যার সমাধান করা যাবে। যেমন ট্রেন বাতিল থেকে শুরু করে যাত্রাপথ বদলানো, এইসব কিছুই করা সম্ভব হবে। মানুষের সবথেকে বেশি রাগের কারণ ট্রেন দেরীতে চলা, সেটাও এই প্রযুক্তির মাধ্যমে সমাধান করা যাবে।

রেলের দাবি, ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হল, যাত্রাপথে থাকা সংশ্লিষ্ট শাখার সমস্ত চালু ট্রেনের গতিবিধি ভিডিয়ো ডিসপ্লে ইউনিটের মাধ্যমে নজরে রাখা হবে।