আপনিও কি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনে যাতায়াত করার ভাবনা চিন্তা করছেন? তাহলে আপনার জন্য রইল এক জরুরী খবর যা শুনে আপনারও মন ভালো হয়ে যেতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) তরফে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতন সেমি হাই স্পিড ট্রেন (High-speed rail) চালিয়ে সকলের প্রশংসা কুড়াচ্ছে। দেশের বহু মানুষ বিশেষ করে যারা ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তারা সকলেই চাইছেন এই ট্রেনে জীবনের একবার হলেও যেন ওঠা যায়।
ইতিমধ্যে বহু রাজ্যের বুক চিড়ে দৌড়াচ্ছে বন্দে ভারত ট্রেন । ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই ট্রেনের পরিষেবা সকলকে মুগ্ধ করেছে। এটি ভারতের অন্যতম লাক্সেরিয়াস ট্রেন। কেন্দ্রীয় সরকার এই ট্রেনের মাধ্যমে ১৫০ টি শহরকে যুক্ত করার পরিকল্পনা করছে। অনেকেরই আশঙ্কা এই ট্রেনের জেরে বহু ইন্টারসিটি এক্সপ্রেস এবং শতাব্দীর মতন ট্রেন গুলির বাজার মার খেয়ে যেতে পারে। যদিও এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল সেন্ট্রাল রেলওয়ে বা মধ্য রেলওয়ে। কি সেই সিদ্ধান্ত? আপনিও নিশ্চিয় জানতে চান? রেলযাত্রীরা শুনে খুশি হবেন, এই ট্রেনের স্পিড আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে একটি বিশেষ রুটে এই স্পিড বাড়ানো হয়েছে, যার ফলে যাত্রা সময় এক ধাক্কা অনেকটাই কমে গিয়েছে।
মহারাষ্ট্রের বিখ্যাত ইগাতপুরী-মনমাদ রুটে সিএসএমটি-শিরডি বন্দে ভারত এক্সপ্রেসের গতি বাড়ানোর কথা ঘোষণা করেছে সেন্ট্রাল রেলওয়ে। শিরডি থেকে বন্দে ভারত এক্সপ্রেসের গতি বাড়িয়ে ১৩০ কিলোমিটার করতে চলেছে রেল। সেমি হাইস্পিডের এই ট্রেনটি এই রুটে আগে ৮৩ কিমি বেগে চলত। রেলপথের বেহাল দশার কারণে গত দুই বছর ধরে এই রুটে ঘণ্টায় গড়ে প্রায় ৮৩ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। রেলওয়ে বোর্ড সূত্রে জানা গিয়েছে, ট্রেনের গতি বাড়ানোর জন্য ট্র্যাকের উন্নতির কাজ শুরু করা হয়েছে।
শিগগিরই ট্র্যাক মেরামতের কাজ শেষ হলে সেমি-হাই স্পিড ট্রেনের গতি বাড়ানো হবে। এ কারণে আগামী সময়ে শিরডির যাত্রা ৩০ মিনিট কমে যাবে। এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনগুলিও ট্র্যাক মেরামতের ফলে উপকৃত হবে। মুম্বাই-সাইনগর শিরডি বন্দে ভারত দেশের দশম বন্দে ভারত ট্রেন।
উল্লেখ্য, মুম্বাই সিএসএমটি-সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেস (২২২২৩) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং সাইনগর শিরডি টার্মিনালের মধ্যে চলাচল করে। ট্রেনটি মুম্বাই থেকে সকাল ৬.২০ মিনিটে ছাড়ে এবং থানে, কল্যাণ এবং নাসিক রোড রেল স্টেশনে থামে। এরপর ট্রেনটি সকাল সাড়ে ১১টায় গন্তব্যে পৌঁছায়। শিরডি থেকে বিকেল ৫টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ৫০ মিনিটে মুম্বাই পৌঁছায়।