এবার টিকিট মেলার চিন্তা দূর! মিলবে কনফার্ম সিট, হাওড়া-শিয়ালদহ থেকে একগুচ্ছ ট্রেনের ঘোষণা রেলের

আপনিও কি এই উৎসবের মরসুমে বাড়ি ফিরবেন বা কোথাও ঘুরতে যাবেন? ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট খবর। উৎসবের মরশুমের আগে হোক বা পরে ট্রেনে নিশ্চিত আসন নিয়ে তুমুল অনিশ্চয়তা কাজ করে মানুষের মধ্যে। উৎসবের সময়ে ট্রেনের চাহিদা মানুষের মধ্যে তুঙ্গে থাকে।

   

অনেকেই আছেন যারা দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর সময়ে বাড়ি ফেরেন, আবার অনেকেই আছেন যারা ঘুরতে যেতে পছন্দ করেন এই সময়ে। ফলে উৎসবের সময়ে যেন বেশি করে ট্রেনের চাহিদা বেড়ে যায় মানুষের মধ্যে। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। তবে যাত্রী হয়রানি রুখতে বড় রকমের সিদ্ধান্তের পথে হাঁটল ভারতীয় রেল (Indian Railways)। উৎসবের মরসুমে ভারতীয় রেল এমন এক সিদ্ধান্ত নিয়ে যা শুনে আপনিও খুশিতে একপ্রকার লাফিয়ে উঠবেন।

দুর্গাপুজো, দীপাবলি ও ছট পুজোর সময়ে ট্রেনে ভিড় ঠেকাতে ২৮৩টি বিশেষ ট্রেনের ঘোষণা করে দিল ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই বিশেষ ট্রেনগুলি ৪,৪৮০ টি যাত্রা করবে। রেলমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ মধ্য রেলে ৫৮টি ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৪০৪টি ট্রিপ হবে। ৩৬টি ট্রেন পরিচালনা করবে পশ্চিম রেল। এই ট্রেনগুলি সর্বোচ্চ ১,২৬৭টি ভ্রমণ করবে। একই সঙ্গে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ২৪টি স্পেশাল ট্রেন চালাবে।

জানা গিয়েছে, বেশিরভাগ ট্রেন দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো থেকে বিহার এবং উত্তর প্রদেশের শহরগুলিতে চালানো হবে। এ ছাড়া মুম্বই ও দিল্লির যানজট কমাতে ছটের আগে নন-এসি বন্দে ট্রেন চালু করার পরিকল্পনা করছে রেল। এতে করে যাত্রীদের বাড়ি যাওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এই বিশেষ ট্রেনগুলি ছাড়াও বিদ্যমান ৬৯ টি ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে উৎসবের মরসুমে যাত্রী সংখ্যা বৃদ্ধির জন্য উত্তর রেল ৫.৫ লক্ষ অতিরিক্ত বার্থ এবং আসন যুক্ত করবে।

train ticket ind

রেলের তরফে জানানো হয়েছে সেন্ট্রাল রেলওয়ে ১৪, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ৪২, ইস্ট কোস্ট রেলওয়ে ১২, পূর্ব রেল ৮, উত্তর রেলওয়ে ৩৪, নর্থ ইস্টার্ন রেলওয়ে ৪, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ২২, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ২৪, দক্ষিণ রেলওয়ে ১০, দক্ষিণ-পূর্ব রেলওয়ে ৮, সাউথ সেন্ট্রাল রেলওয়ে ৫৮, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ৮, ওয়েস্টার্ন রেলওয়ে ৩৬, মোট ২৮৩।