সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বড় রকমের সুখবর শুনিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। একদিকে যখন গোটা দেশের মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছেন তখন কেন্দ্রীয় সরকারী কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ বা মহার্ঘ্য ভাতার (Dearness Allowance) ঘোষণা করা হয়। তবে আপনি কি জানেন আরও ৪ শতাংশ ডিএ বাড়ল কর্মীদের?
হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এর ফলে খুশিতে ইতিমধ্যে লাফাতে শুরু করে দিয়েছেন সরকারী কর্মীরা। তাঁরা হয়তো ভাবতেও পারেননি যে এমনটা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) উল্লেখযোগ্য ভাবে বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে। সেই সঙ্গে সরকারি কর্মচারীদের মাসিক বেতনও বেড়েছে। এই বৃদ্ধির ফলে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।
তবে কেন্দ্রের পথে হাঁটল ওড়িশার (Odisha) নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) সরকার। আপনিও যদিও ওড়িশার বাসিন্দা হয়ে থাকেন এবং সর্বোপরি রাজ্য সরকারী কর্মী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এক বাম্পার খবর। কারণ উৎসবের আবহে সেই রাজ্যের কর্মচারিদের ডিএ এবং ডিআর এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে গিয়েছে। আজ শুক্রবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শুক্রবার রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ভাতা (ডিআর) চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছেন। এই বৃদ্ধির ফলে ওড়িশার সরকারি কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআরের হার ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হয়েছে। বর্ধিত অর্থ ২০২৩ সালের ১ জুলাই থেকে পরিশোধ করা হবে।
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০২৩ সালের জুলাই মাস থেকে মহার্ঘ ভাতার নতুন হার প্রযোজ্য হবে। এই বৃদ্ধির পর মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৪৬ শতাংশ। এখনও পর্যন্ত কেন্দ্রীয় কর্মচারীদের ৪২ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হত, যা ২০২৩ সালের মার্চ মাস থেকে কার্যকর হয়েছিল।