দুর্গাপুজো (Durga Puja) আসছে। আর দুর্গাপুজো আসা মানেই দেদার হবে আড্ডা, খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং। ইতিমধ্যে জায়গায় জায়গায় প্যান্ডেল তৈরি হতে শুরু করে দিয়েছে। এদিকে পুজো উপলক্ষে অনেকেই আছেন যারা ইতিমধ্যেই শপিং করতেও শুরু করে দিয়েছেন। বড় বড় শপিং মল থেকে শুরু করে গড়িয়াহাট, হাতিবাগান, মানুষের ভিড় উপচে পড়ছে কেনাকাটার জন্য। যদিও অনেকেই আছেন টাকার অভাবে নতুন বস্ত্র গায়ে তুলতে পারেন না। ফলে এবার তাঁদের জন্য বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার চালু হতে চলেছে ‘দুয়ারে শাড়ি’ প্রকল্প। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
সম্প্রতি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এমন এক ঘোষণা করেছেন যার পরে খুশিতে লাফাতে শুরু করেছেন বহু গরীব মানুষ। তিনি জানিয়েছেন, যারা শাড়ি (Sari) কিনতে পারছেন না তাঁদের কথা চিন্তা করে রাজ্য সরকার এবার দুয়ারে শাড়ি কার্যক্রম শুরু করতে চলেছে শীঘ্রই।
এই কার্যক্রমের আওতায় এবার রাজ্য সরকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে সস্তায় শাড়ি বিক্রি করবে। যেগুলি বাজার চলতি শাড়ির দামের থেকে অপেক্ষাকৃত অনেকটাই কম হবে। মন্ত্রী জানিয়েছেন, মূলত যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাঁদের কথা ভেবেই সরকার এই উদ্যোগটা নিয়েছে।
এর জন্য একটি গাড়ির ব্যবস্থাও করা হবে। তবে শুধু শাড়িই নয়, পুরুষদের কথাও ভেবে রাজ্য সরকার অত্যন্ত কম দামে লুঙ্গি, ধুতি, টাওয়েল ও অন্যান্য বস্ত্রও বিক্রি করবে। একটি মোবাইল গাড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবে। এই জিনিসগুলোর দাম শুরু হবে মাত্র ৭০ টাকা থেকে। আর সর্বোচ্চ দাম হবে ২০০০ টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই কার্যক্রমটি চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।