সেপ্টেম্বরে পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! এরা পাবেন বিশেষ সুবিধা

পড়ুয়াদের (Students) পাশে দাঁড়াতে একের পর এক উদ্যোগ নিয়েই চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। ফলে চলতি বছরেও তার অন্যথা হল না। আগামী ৫ সেপ্টেম্বর মানে কাল, বড় কাজ করতে চলেছে সরকার। পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন এই টাকা? কীসের জন্যই বা এতটা পরিমাণে টাকা পড়ুয়াদের হাতে তুলে দেবে সরকার নিশ্চয়ই জানতে চান আপনিও? তাহলে অবশ্যই আপনিও পরে ফেলুন এই প্রতিবেদনটি।

তরুণের স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সংস্কার প্রকল্প। এটি বিগত ২০২১ সালে শুরু হয়েছিল। তরুণের স্বপ্ন প্রকল্প চালু করার পিছনে মূল উদ্দেশ্য হ’ল পড়ুয়াদের প্রযুক্তির সাথে তাদের পড়াশোনার সংযোগ স্থাপনে সহায়তা করা।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাঁদের অ্যাকাউন্টে ফোন কেনার জন্য ঢুকতে চলেছে কড়কড়ে ১০ হাজার টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। ৫ সেপ্টেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের নিয়ে শিক্ষক দিবসের একটি অনুষ্ঠান করবেন। এখানেই ছেলেমেয়েদের হাতে এই স্মার্টফোন বা ট্যাব কেনার অর্থ তুলে ধরা হবে।

এই তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার পড়ুয়াদের ট্যাবলেট/ স্মার্টফোন/ কম্পিউটার কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। পড়ুয়ারা অনলাইনে পড়াশোনা করতে এবং তাদের বোর্ড পরীক্ষার জন্য আরও ভাল প্রস্তুতি নিতে এই কেনা স্মার্টফোন / ট্যাবলেট / কম্পিউটার ব্যবহার করতে পারে।

mobile mamata students

পশ্চিমবঙ্গ সরকারের সরকার পরিচালিত স্কুল বা মাদ্রাসায় অধ্যয়নরত শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই এই তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। যদিও রয়েছে কিছু শর্ত। যেমন পড়ুয়ার পরিবারের বার্ষিক পারিবারিক আয় প্রতি বছর ২,০০,০০০/- টাকার নিচে হতে হবে। এটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এককালীন অনুদান।

সরকারী হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এখনও অবধি ৮ লক্ষেরও বেশি শিক্ষার্থী বিনামূল্যে স্মার্টফোন / ট্যাবলেট / পিসির সুবিধা পেয়েছে। বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্পের আলাদা কোনো অনলাইন আবেদন পদ্ধতি নেই। যোগ্য শিক্ষার্থীদের বিবরণ সংশ্লিষ্ট স্কুলগুলি যাচাই-বাছাইয়ের জন্য বিভাগে প্রেরণ করবে। যাচাইয়ের পরে, নির্বাচিত শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ তরুণ স্বপ্ন প্রকল্পের অধীনে স্মার্টফোন / ট্যাবলেট / পিসি কেনার জন্য ১০,০০০/- টাকা আর্থিক সহায়তা পাবেন।