সরকারী চাকরি করতে কে না চায়। কিন্তু সব ইচ্ছা সবসময় কি আর পূরণ হয়? তবে আপনিও কি সরকারী চাকরি করেন? আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল দারুণ এক সুখবর। আপনার জন্য দারুণ সুযোগ এনে দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।
নবান্ন সূত্রে খবর, এবার একাধিক সরকারী কর্মীদের পদোন্নতি হতে চলেছে। সম্প্রতি এই নিয়ে এক প্রস্ত বৈঠকও হয়ে গিয়েছে রাজ্য মন্ত্রিসভার। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে মোট ৩১৬টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েও ফেলেছে রাজ্য মন্ত্রিসভা। যে যে পদের পদোন্নতি করা হবে সে নিয়ে আপনি কল্পনাও করতে পারবেন না।
কোন কোন পদ তৈরি হবে সে সম্পর্কে জানেন কিছু? নবান্ন সূত্রে খবর, অতিরিক্ত সচিব থেকে সেকশন অফিসার পর্যায়ে এই নতুন পদগুলি তৈরি করা হবে।
শীঘ্রই রাজ্য সরকারের তরফে সরকারী কর্মীদের পদোন্নতি সংক্রান্ত নয়া নীতির সুবিধা আরও সম্প্রসারিত করা হবে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। জানা গিয়েছে, এতদিন ধরে যারা রাজ্য সরকারের সচিবালয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরিতে যোগ দিয়ে যে কোনও সরকারী কর্মী পদোন্নতি পেয়ে যুগ্মসচিব অবধি হতে পারতেন। তবে নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে তাঁদের জন্য অতিরিক্ত সচিবের ১০টি পদ তৈরি করা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে চাকরি জীবনের ১৬ এবং ২৫ বছরের পরিবর্তে সরকারি কর্মীরা ১৫ ও ২৪ বছর থেকে উচ্চ বেতন কাঠামো বা ‘হায়ার স্কেল স্যালারি’-র সুবিধা অবধি পাবেন। এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারী কর্মীদের মুখে হাসি ফুটবে। এমনকি রাজ্যের সরকারি কর্মীদের স্বাস্থ্যবিমা ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-র ক্যাশলেস সুবিধা দেড় লাখ থেকে বাড়িয়ে দু লাখ টাকা করা হচ্ছে বলেও ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিট অতীত! দুর্দান্ত রিটার্ন দিচ্ছে RBI-র এই স্কিম, ১ বছরেই হবেন মালামাল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, সচিবালয় সহ বিভিন্ন সরকারি দফতরে কর্মীদের পদোন্নতির প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করতে হবে। ইতিমধ্যে এই কাজ শেষ করার জন্য রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে নির্দেশ দেওয়া হয়েছে।