Jio, Airtel-র মাথায় বাজ! BSNL-র সঙ্গী হল টাটা গ্রুপের এই কোম্পানি, এবার কাঁপবে মার্কেট

জিও (Jio), ভোডাফোন-আইডিয়া, এয়ারটেলকে (Bharti Airtel) টেক্কা দিতে ফের একবার ময়দানে নামতে চলেছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। জানা গিয়েছে, BSNL-এর গ্রাহকরাও শীঘ্রই 4G সংযোগের সুবিধা নিতে পারবেন।
জানা গিয়েছে, বিএসএনএল সংস্থাটি তার 4G নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য টাটা গ্রুপের (Tata Group) একটি সংস্থাকে হাজার হাজার কোটি টাকার চুক্তি দিয়েছে। বিএসএনএল সারা দেশে তার 4G নেটওয়ার্ক আনতে চায় এবং সংস্থাটি শীঘ্রই এই নিয়ে প্রস্তুতি শুরু করবে বলে জানা যাচ্ছে।
টাটা কনসালটেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services) নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ২২ মে ঘোষণা করেছে যে তারা বিএসএনএল থেকে ১৫,০০০ কোটি টাকার অগ্রিম এপিও পেয়েছে। এই কনসোর্টিয়ামে টেলিকম গিয়ার নির্মাতা তেজস নেটওয়ার্কও রয়েছে।
শীঘ্রই সারাদেশে 4G নেটওয়ার্ক স্থাপনের প্রক্রিয়া শুরু হবে। তেজস নেটওয়ার্ক বিএসএনএলকে রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (আরএএন) পরিষেবা সরবরাহ করবে। এই চুক্তির মাধ্যমে সারাদেশে ১ লাখ টাওয়ার স্থাপন করা হবে।
বিএসএনএল সরকারি সংস্থা আইটিআই লিমিটেডকে (আইটিআই লিমিটেড) টিসিএসের পাশাপাশি এপিও-র অংশ করেছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির ২০ শতাংশ অর্থাৎ প্রায় ৩,০০০ কোটি টাকা যাবে আইটিআই লিমিটেডে। যদিও এই চুক্তিটি টিসিএসের জন্য একটি বড় অর্থ-নির্মাতা হিসাবে প্রমাণিত হবে, তবে এটি অন্যান্য অংশীদারদের জন্যও একটি লাভজনক চুক্তি হিসাবে প্রমাণিত হবে। ইআইআইআইআরট্র্যান্ডের সিইও এবং প্রতিষ্ঠাতা পারিখ জৈন বলেছিলেন যে তেজস নেটওয়ার্ক এই পুরো উন্নয়নের জন্য সরঞ্জাম এবং হার্ডওয়্যার তৈরি করবে।
টিসিএস নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের অংশ তেজস নেটওয়ার্ক এবং সি-ডট শিগগিরই তাদের চুক্তি সম্পন্ন করার সুযোগ পাবে। এমন পরিস্থিতিতে এই চুক্তি টিসিএসের জন্য খুব একটা সুফল পাচ্ছে বলে মনে হচ্ছে না।
শোনা যাচ্ছে, হারানো জমি ফিরে পেতে নির্লস কাজ চালিয়ে যাচ্ছে বিএসএনএল। আর বিএসএনএলকে নিজের পুরনো জায়গায় ফিরিয়ে আনতে টাটার এই সংগঠনটি কতটা কী করতে পারবে সেদিকে নজর থাকবে সকলের।