ফের একবার বিনোদন (Entertainment) জগতে নেমে এল গভীর শোকের ছায়া। এবার এক পার্কিং করা গাড়ি থেকে এক বিখ্যাত অভিনেতার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে মৃত্যু হল অভিনেতার সেই নিয়ে ধন্ধে রয়েছে খোদ পুলিশ।
যারা দক্ষিণী সিনেমা দেখতে ভালোবাসেন তাঁরা নিশ্চয়ই মালয়ালম অভিনেতা বিনোদ থমাসকে (Vinod Thomas) চিনে থাকবেন। এবার এই অভিনেতাই কিনা মাত্র ৪৭ বছর বয়সে মারা গেলেন। তবে তাঁর মৃত্যুকে ঘিরে ঘনাচ্ছে রহস্য। জানা গিয়েছে, কেরালার পাম্বাডিতে একটি পার্ক করা গাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। গাড়িটি একটি হোটেলের কাছে পার্ক করা ছিল। এই হোটেল ম্যানেজমেন্টের নজরেই বিষয়টি প্রতজমে আসে এবং তাঁরা বিষয়টি পুলিশকে জানায়। তাঁরা জানায় যে একজন ব্যক্তি অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে তার গাড়িতে রয়েছে।
এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে এই ব্যক্তি আর কেউ নন, বিখ্যাত মালায়ালাম অভিনেতা বিনোদ থমাস। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, হোটেল ম্যানেজমেন্ট তাদের জানিয়েছে যে তাদের প্রাঙ্গণে পার্ক করা গাড়ির ভিতরে এক ব্যক্তি দীর্ঘ সময় ধরে ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে গাড়ির মধ্যে এই অভিনেতা পড়ে রয়েছেন। যদিও অভিনেতাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এরপরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একই সঙ্গে পুরো বিষয়টি অভিনেতার পরিবারকে জানানো হয়েছে। ময়না তদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই মর্মান্তিক খবরটি সামনে আসার পর থেকেই অভিনেতার পরিবার এবং ভক্তরা হতবাক হয়ে গেছেন। যদিও অভিনেতা বিনোদ থমাসের মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। মামলাটি সাধারণ মৃত্যুর নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল তা বলা এখনই সম্ভব হচ্ছে না।
বিনোদ থমাস ‘আয়াপ্পানুম কোশিয়ুম’ এবং ‘নাথোলি ওরু চেরিয়া মীনাল্লা’র মতো দুর্দান্ত ছবিতে অভিনয় করেছেন। সিনেমার পাশাপাশি বিনোদ টিভি সিরিয়ালেও কাজ করেছেন। এ ছাড়া ‘ওরু মুরাই ভান্থ পাঠায়া’, ‘হ্যাপি ওয়েডিং’ ও ‘জুন’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।