আবারো বলিউডে (Bollywood) নেমে এল দুঃখের কালো ছায়া। একদিকে যখন সানি দেওলের (Sunny Deol) পরিবার ‘গদর ২’-এর সাফল্য নিয়ে নাচানাচি করছে ঠিক তখনই দুঃখের কালো ছায়া নেমে এল বলিউড ও দেওল পরিবারে। আজকাল গদর-২-এর ব্লকবাস্টার হিট নিয়ে বেশ খুশি দেওল পরিবার। গত শনিবার ছবিটির সাকসেস পার্টিও অনুষ্ঠিত হয়। যেখানে হাজির হন ইন্ডাস্ট্রির অনেক বড় বড় তারকা। এর একদিন পর রবিবার দেওল পরিবারে ভেঙে পড়ল দুঃখের পাহাড়।
জানেন কী হয়েছে? অভিনেতা ববি দেওলের (Bobby Deol) শাশুড়ি পৃথিবীকে বিদায় জানিয়েছেন। ববি দেওলের শাশুড়ি মেরিলিন আহুজা গত ২ সেপ্টেম্বর মারা গিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে খবর। মেরিলিন ছিলেন ববি দেওলের স্ত্রী তানিয়ার মা। জানা গিয়েছে, মেরিলিন বার্ধক্যজনিত রোগে জর্জরিত ছিলেন।
মেরিলিন বিখ্যাত ব্যাংকার দেবেন্দ্র আহুজার স্ত্রী ছিলেন। দেবেন্দ্র আগেই প্রয়াত হয়েছিলেন। মেরিলিন আহুজার স্বামী দেবেন্দ্র আহুজা দেশের কোটিপতি ব্যাংকারদের মধ্যে গণ্য হন। তিনি সেঞ্চুরিয়ন ব্যাংকের প্রমোটার এবং টুয়েন্টিথ সেঞ্চুরি ফাইন্যান্স কোম্পানির এমডি ছিলেন। ২০১০ সালের আগস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তানিয়া ছাড়াও মেরিলিন এবং দেবেন্দ্রের দুটি সন্তান বিক্রম আহুজা এবং মুনিশা আহুজা রয়েছে।
তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং এই কারণে রবিবার সন্ধ্যায় প্রয়াত হন তিনি। মেরিলিন আহুজার প্রয়াণে দেওল পরিবারে শোকের পরিবেশ তৈরি হয়েছে। মেরিলিন মুম্বাইয়ে থাকতেন এবং তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। তিনি কোটিপতি ব্যাংকার প্রয়াত দেবেন্দ্র আহুজার স্ত্রী। এই মুহুর্তে, দেওল পরিবার এই দুঃখজনক সময়ে তাদের সাথে রয়েছে।