২০২২ সালের ২০ নভেম্বর মাত্র ২৪ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ক্যান্সারের সঙ্গে হার না মানা তাঁর যুদ্ধের সাক্ষী থেকেছিল গোটা বাংলা।
যদিও শেষ রক্ষা হয়নি, ক্যান্সারের কাছে হার মেনে যান এই বিখ্যাত অভিনেত্রী (Actress)। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। শোনা যায়, চিকিৎসার সময় অভিনেত্রী অনেক কার্ডিয়াক অ্যারেস্টরও শিকার হন, এমনকি সেই সময়ে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) ঐন্দ্রিলার চিকিৎসায় সহায়তা করতে এসেছিলেন।
শুধু নভেম্বরেই নয়, তার কয়েক বছর আগে থেকেই অভিনেত্রী ঐন্দ্রিলা আরও অনেক গুরুতর রোগের সাথে লড়াই করছিল। আগেও একবার তার ক্যান্সার ধরা পরেছিল এবং তাকে কেমোথেরাপিও দেওয়া হয়েছিল।
ঐন্দ্রিলার জন্ম ১৯৯৭ সালের ৫ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে। বাড়িতে আছে বাবা, মা ও দিদি। অনেক সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী ঐন্দ্রিলা শর্মা ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন।
অভিনেত্রী কালারস বাংলার শো ‘ঝুমুর’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিরিয়ালে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা অর্জন করেছিলেন। এখনও অবধি মানুষ ঐন্দ্রিলার চলে যাওয়াটা মেনে নিতে পারেন না।
এসবের মাঝেই সক্রিয় হল তাঁর ইউটিউব অ্যাকাউন্ট (youtube)। এমনকি অভিনেত্রীর একটি ভিডিও (Video) অবধি পোস্ট করা হয়েছে। যা দেখে সকলেরই চোখ কপালে উঠেছে। আপনিও নিশ্চয়ই ভাবছেন কে করল এই কাজ? তাহলে অবশ্যই পড়ে নিন এই প্রতিবেদনটি।
যারা এই অভিনেত্রীকে ফলো করতেন তাঁরা সকলেই নিশ্চয়ই জানেন যে অভিনেত্রীর ‘Aindrila Sharma Production’ নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ভিডিওটি ঐন্দ্রিলার প্রথম বিজ্ঞাপনের। যেখানে তাঁকে এক গয়নার বিজ্ঞাপন করতে দেখা গিয়েছে। এদিকে অভিনেত্রীর এই ভিডিও দেখে অনেকেরই চোখ ভিজেছে নতুন করে। ভিডিওটির কমেন্ট বক্সে উপছে পড়েছে মানুষের কথা। একজন লিখেছেন, ‘জীবন সম্পূর্ণ অপ্রত্যাশিত।‘ অন্য একজন লিখেছেন, ‘মিস ইউ দিদি’।