কপাল পুড়ল শুভশ্রীর! এবার বিরাট প্রোজেক্ট থেকে বাদ রাজ ঘরণী, টেক্কা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী

টলিউডের (Tollywood) খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে (Subhashree Ganguly) টেক্কা দিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী (Actress)। আপনিও হয়ত ভাবছেন, হঠাৎ ক্যা শুভশ্রী গাঙ্গুলিকে টেক্কা দেওয়ার সাহস দেখালেন?  চিন্তা করবেন না … আমরা সম্পূর্ণটাই খুলে বলছি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব কী? চোখ বন্ধ করে সকলে একটাই জবাব দেবেন, আর তা হল দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই হল পঞ্চমী থেকে দশমী, বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা, প্যান্ডেল হোপিং, জমিয়ে খাওয়া দাওয়া, মা দুর্গার দর্শন। এই বিশেষ দিনটার জন্য বিশেষ করে বাঙালিরা অপেক্ষা করে থাকেন।

দুর্গাপুজো আসতে আর বেশি দিন বাকিও নেই। ইতিমধ্যেই ধীরে ধীরে পুজোর শপিং অনেকেই করতে শুরু করে দিয়েছেন। কিন্তু এই দুর্গাপুজোর আগে আরও একটি জিনিস আছে যা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয়। আর তা হল মহালয়া (Mahalaya)। রেডিও হোক বা টিভি, ভোর হলেই ৮ থেকে ৮০ সকলেই রেডিও বা টিভি চালিয়ে বসে যান।

বিশেষ করে টিভির পর্দায় প্রত্যেক বছর মহালয়া দেখার জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। টিভিতে যে প্রত্যেক বছর মহালয়া দেখায় তাতে বিরাট বিরাত কিছু চমক থাকে। অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রী, সবেতেই এক প্রকার চমক থাকে। এবারও তার ব্যতিক্রম কিন্তু হল না। জি বাংলা হোক বা স্টার জলসা, দেবী দুর্গা সাজবেন কোন অভিনেত্রী সেই নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

subhashree ganguly sad 1edcdac

তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে, জি বাংলায় (Zee Bangla) এবার মা দুর্গা রূপে শুভশ্রী গাঙ্গুলিকে নয়, দিতিপ্রিয়াকে (Ditipriya Roy) দেখা যাবে। উল্লেখ্য, বিগত টানা দু বছর ধরে জি বাংলার মহালয়াতে দেবী দূর্গা রূপে দেখা গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এ বছরে তিনি নাকি বাদ পড়েছেন এবং চ্যানেল কর্তৃপক্ষ টলিউডের আরো এক জনপ্রিয় অভিনেত্রীকে কাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ চড়েছেন তো অনেক, বলুন তো ফ্লাইওভার আর ওভারব্রিজের মধ্যে পার্থক্য কী? জিনিয়াসরাও দিতে পারেন না উত্তর

এই বিষয়ে রানি রাসমণি খ্যাত দিতিপ্রিয়া বলেন, এই মুহূর্তে কিছুই চূড়ান্ত ভাবে বলা সম্ভব নয়। প্রাথমিক ভাবে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে ঠিকই, তবে চ্যানেল তাঁকে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি। তাই চ্যানেলের তরফে ঘোষণা করা পর্যন্ত অপেক্ষা করতেই হবে দিতিপ্রিয়ার অনুরাগী ও মহালয় প্রেমীদের।