ধোনি, সৌরভ, রোহিত বাদ! ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বাছলেন গৌতম গম্ভীর, নামে চরম চমক

গৌতম গম্ভীর (Gautam Gambhir), নামটা সকলেরই চেনা। তাঁকে বিশ্বজয়ী ভারতীয় ওপেনার বললেও কম হবে না। আবার কলকাতা নাইট রাইডার্সেরও সবথেকে সফল অধিনায়ক তিনিই। ২০১১-র বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌতম গম্ভীরের সেই অনবদ্য ইনিংস এখনো সবার চোখে ভাসছে। ব্যাট হাতে ১২২ বলে ৯৭ রানের ইনিংস সেদিন যদি গৌতম না খেলতেন, তাহলে ভারতের (India) বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে যেত।

তবে, শুধু সেই ইনিংসই নয়, ভারতীয় দলের (India national cricket team) হয়ে তিনি এমন অঢেল ইনিংস খেলেছেন, যা বাঁধিয়ে রাখার মতন। নিজের ওয়ানডে ক্রিকেট কেরিয়ারে গম্ভীর ১৪৭ ম্যাচে ৩৯.৬৮ গড়ে ৫২৩৮ রান করেছেন। এর মধ্যে ১১টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরিও রয়েছে। এছাড়াও তিনি ৫৮টি টেস্ট ম্যাচে ৪১৫৪ রান করেছেন। যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

এরই মধ্যে গৌতম গম্ভীর ভারতের সর্বকালের সেরা অধিনায়কও বেছে নিলেন। ইউটিউবের একটি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় গম্ভীর এই নির্বাচন করেছেন। সবথেকে বড় বিষয় হল, গম্ভীর নিজের সেরা অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) কপিল দেবের (Kapil Dev) মধ্যে কাউকেই বেছে নেননি। গম্ভীর এদের সবাইকে বাদ রেখে আশ্চর্যজনক ভাবে প্রাক্তন ভারতীয় কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলকে ভারতের সেরা অধিনায়ক হিসেবে আখ্যা দিয়েছেন।

dhoni gambhir

অনিল কুম্বলের কেরিয়ারঃ অনিল কুম্বলেকে ২০০৭-এ ভারতীয় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। তিনি ১৪টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। আর এই সময়কালে কুম্বলে অধিনায়ক হিসাবে স্মরণীয় পারফরম্যান্স করেননি, কারণ দল ১৪ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিল এবং পাঁচটিতে হেরেছিল। ড্র হয়েছিল ছয়টি। কুম্বলে ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় ভারতের অধিনায়ক ছিলেন।

বলে দিই, অনিল কুম্বলে ২৯.৬৫ গড়ে ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসাবে নিজের কেরিয়ার শেষ করেন। টেস্ট, ওয়ানডে মিলিয়ে ৪০৩ ম্যাচে ৯৫৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় কিংবদন্তী অনিল কুম্বলে।