প্রসেনজিৎ, দেব নয়! কোয়েলের প্রথম প্রেম কে ছিল? মেয়ের কীর্তি শুনে যা করেছিলেন রঞ্জিত মল্লিক

টলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। দীর্ঘ কেরিয়ারে বহু ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। জুটি বেঁধেছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) থেকে শুরু করে দেব (Dev), জিৎ (Jeet) প্রায় সকলের সাথেই। যদিও দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। তবে তাতে জনপ্রিয়তায় কোনো ঘাঁটতি তো দেখা যায়ইনি বরং তা আরো বেড়েছে।
আসলে বিয়ের পর মাতৃত্বের স্বাদ পেয়ে অবসর নিয়েছিলেন তিনি। স্বামী সন্তান নিয়ে এখন বেশ ভরা সংসার তার। যদিও ভক্তরা তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন তবে, নায়িকার আপাতত সেই সবে মন দেওয়ার সময় নেই। তিনি তো এখন ব্যস্ত তার নিজের দুনিয়ায়।
প্রসঙ্গত উল্লেখ্য, সিনে দুনিয়ায় পা দেওয়ার কয়েক বছর পর প্রযোজক নিশপাল সিং- (Nispal Singh)এর প্রেমে পড়েছিলেন। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের কথা জানিয়েছিলেন বাবা রঞ্জিত মল্লিককে (Ranjit Mallick)। তবে জানেন কি অভিনেত্রীর প্রথম প্রেমের ঘটনা কিন্তু নিশপাল নন।
মিডিয়ার খবর, নায়িকার জীবনে প্রথম প্রোপোজাল পান অনেক ছোটবেলায়। সেটাও কোনো তারকা বন্ধু বা ক্লাসমেটের কাছ থেকে নয়। প্রোপোজাল পেয়েছিলেন নিজের শিক্ষকের কাছ থেকেই। সূত্রের খবর, তার সায়েন্স টিচার তখন সবে কলেজ থেকে পাশ করেছেন এবং চাকরি খুঁজছেন। এমতাবস্থায় কোয়েলকে পড়ানোর দায়িত্ব বর্তায় তার উপর।
এরপর একদিন পড়ার সময়ে তিনি বলেন, আজকে তুমি পড়া শেষ করে নাও। তারপর পড়া শেষে বলেন, সেই থ্রি ম্যাজিকাল ওয়ার্ড। নিজের শিক্ষকের কাছ থেকে এই প্রস্তাব পেয়ে বেশ খানিকটা চমকেই গেছিলেন তিনি। ততক্ষণাৎ তিনি নিজের মা কে জানান এটা।
তবে এই ঘটনার পর নায়িকার মা আর কখনও ঐ শিক্ষককে পড়াতে আসতে দেননি। যদিও বিষয়টা তিনি রঞ্জিত মল্লিক অবধি পৌঁছতে দেননি কখনো, তাই তিনি জানেননা যে তার বাবা এটা জানলে কী করতেন। অবশ্য তার মা তার বাবাকে বিষয়টা জানিয়েছিলেন কী না সেটা তার জানা নেই।