২০২৩ বিশ্বকাপের (Cricket World Cup) ৪০তম ম্যাচে পুনের মাঠে ইংল্যান্ড (England) ও নেদারল্যান্ডসের (Netherlands) মধ্যে ম্যাচ আয়োজিত হয়েছিল। এই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৪০ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে নেদারল্যান্ডস দল মাত্র ১৭৯ রান করতে পেরে ১৬০ রানে ম্যাচ হেরে যায়। ইংল্যান্ডের এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল নেদারল্যান্ডস ক্রিকেট দল। যদিও এখন ৪০তম ম্যাচের পর কোন দল সেমিফাইনালে উঠবে তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিশ্বকাপে কোন ৪টি দল সেমিফাইনালে উঠতে পারে।
২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১৬০ রানের পরাজয়ের পর নেদারল্যান্ডস দল এখন বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে গেছে। এই ম্যাচে নেদারল্যান্ডস দল জিতলে সেমিফাইনালের দৌড়ে থেকে যেত দলটি। কিন্তু এবারের মতো বিশ্বকাপে তাদের যাত্রা শেষ হয়েছে। তবে ১২ নভেম্বর ভারতীয় দলের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলা এখনও বাকি রয়েছে নেদারল্যান্ডসের।
এখনও পর্যন্ত এই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan national cricket team) পারফরম্যান্স বিশেষ কিছু নয় এবং দলটি পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। পাকিস্তান এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে যার মধ্যে দলটি চারটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে। পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে হবে। বাবর আজমদের (Babar Azam) সেমিফাইনালে যাওয়ার দৌড় নির্ভর করে রয়েছে বাকি দলগুলোর ফলাফলের ওপর। কিন্তু এখন ইংল্যান্ডের দুর্দান্ত ফর্মের কারণে পাকিস্তানের জন্য সমস্যা বাড়ছে বলে মনে হচ্ছে।
২০২৩ সালের বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অন্য দিকে আফগানিস্তানের দল এখন চতুর্থ স্থানে উঠতে পারে। কারণ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে তাদের শেষ ম্যাচ খেলতে হবে এবং এই ম্যাচেই দলকে যে কোনো উপায়ে জিততে হবে। দক্ষিণ আফ্রিকাকে হারালে পাকিস্তানের সেমিফাইনালের আশা যেমন জিইয়ে থাকবে, তেমনি নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পরাজয়ের জন্য তাকিয়ে থাকতে হবে তাদের।