শুধু সচিনই নন, বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক হতে পারেননি এই ৪ লেজেন্ড! শেষ নামটা চমকে দেবে

চলতি বিশ্বকাপে (Cricket World Cup) খুব ভালো ফর্মে রয়েছে ভারত (India)। সেমিফাইনাল কার্যত নিশ্চিত। বিশ্বকাপের ইতিহাসে ভারত এর আগে কেমন খেলেছে, কারা ভালো পারফর্ম করেছেন ইত্যাদি বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা শুরু হওয়ার পর চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছে। এমন অনেক প্রাক্তন ক্রিকেটার রয়েছেন যারা বছরের পর বছর দেশকে সাফল্য এনে দিয়েছিলেন, কিন্তু কখনও বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেননি।

   

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar): বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট ঈশ্বর কখনও অধিনায়কের ভূমিকায় ছিলেন না। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতের ক্যাপ্টেন ছিলেন। কিন্তু অধিনায়ক হিসেবে সফল নন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছেন ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ। ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন সচিন। মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে খেলেছেন সচিন।

বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag): ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। ছিলেন মহেন্দ্র সিং ধোনির ডেপুটি। বিশ্বকাপ ছাড়া অন্যান্য ম্যাচে দলকে নেতৃত্ব প্রদান করেছিলেন। কিন্তু ওয়ার্ল্ড কাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কখনও সেওয়াগের কাছে আসেনি। ২০০৭ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন।

বিষেন সিং বেদী (Bishan Singh Bedi): ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত চারটি ওডিআই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু কখনও বিশ্বকাপে ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন না। ১৯৭৫ সালের বিশ্বকাপে সহ অধিনায়ক হয়েছিলেন।

sunil bcci

সুনীল গাভাস্কার (Sunil Gavaskar): ভারতের অধিনায়ক ও টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক। খেলেছেন ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭ সালের বিশ্বকাপ। ১৯৭৯ ওয়ার্ল্ড কাপে ছিলেন ভাইস ক্যাপ্টেনের ভূমিকায়।