শুধুমাত্র IAS বা IPS নয়, এই ২৪ ধরনের সরকারি চাকরি পাওয়া যায় UPSC পরীক্ষা থেকে

প্রতিবছর দেশে সাড়ম্বরপূর্নভাবে UPSC CSE (Civil Services Exam) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার মাধ্যমে সরকারের বিভিন্ন দফতরের উচ্চস্তরের কর্মীদের নিয়োগ করা হয়। কিন্তু এতদিন আপনারা UPSC পরীক্ষা বলতে শুধু IAS বা IPS এর নাম শুনেছেন, কিন্তু জানেন কী বাকি আর কী কী পদ রয়েছে সেখানে? আপনিও যদি UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে দেখে নিন সমস্ত পদগুলির সম্পর্কে।
কতরকমের পরিষেবা রয়েছে UPSC CSE পরীক্ষায় :- আপনাদের জানিয়ে রাখি যে এখানে তিন রকমের পরিষেবা রয়েছে। যেগুলি হলো ১) অল ইন্ডিয়া সিভিল সার্ভিস ২) গ্রুপ A সিভিল সার্ভিস ৩) গ্রুপ B সিভিল সার্ভিস। আর এই তিনরকম পরিষেবার জন্য মোট ২৪ রকম আলাদা আলাদা চাকুরীর সুযোগ রয়েছে সবার জন্য। সাধারনত UPSC CSE বলতে আমরা IAS বা IPS বুঝলেও সেখানে আরো প্রচুর পদে নিয়োগ হয়। আজ সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করেছি।
১) IAS বা ভারতীয় প্রশাসনিক পরিষেবা – সংসদ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়নের কাজ করেন আইএএস অফিসাররা। যারা সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষপদে আসেন তারাই IAS অফিসার হওয়ার সুযোগ পান। বেতন : ৮০,০০০ থেকে ২,০০,০০০ পর্যন্ত।
২) IPS বা ভারতীয় পুলিশ পরিষেবা – দেশের পুলিশবিভাগকে চালিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন IPS অফিসাররা। আইপিএস পদের মধ্যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত মহাপরিচালক, পুলিশ মহাপরিচালকের মতো পদ রয়েছে। IPS-এর মোট বেতন ৮০,০০০ থেকে ১,৮০,০০০ পর্যন্ত।
৩) IFoS বা ভারতীয় বন পরিষেবা – IFS মানে ফরেস্ট সার্ভিস অফিসার, যাকে বনের পরিচর্যা করার জন্য বহাল করা হয়। এই পদের কর্মকর্তাদের কাজ বন রক্ষা করা। IFS এর বেতন – একজন বন বিভাগের কর্মকর্তার বেতন ৫০,০০০ থেকে ২,০০,০০০ পর্যন্ত।
৪) IFS বা ভারতীয় বিদেশ পরিষেবা – UPSC পরীক্ষার মধ্যে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (IFS) পদটি খুবই গুরুত্বপূর্ন। এই পদের অধীনে অফিসাররা অন্য দেশে গিয়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন। IFS এর বেতন – IFS-এর বেতন ৮০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত।
৫) IAAS বা ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস পরিষেবা: আইএএস পোস্টের অধীনে, আপনাকে লেনদেনের জন্য অ্যাকাউন্ট দেখতে হবে, এছাড়াও সমস্ত অডিট গুলিও দেখতে হবে আপনাকে। আইএএস বেতন – ৬০,০০০ থেকে ১,০০,০০০ টাকার মধ্যে।
৬) ICAS বা ভারতীয় সিভিল অ্যাকাউন্টস সার্ভিস – এটি কেন্দ্রীয় সরকারের একটি পরিষেবা। যা আসে CAG বা নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের অধীনে। এই পরিষেবাতে সরকার প্রতিটি রাজ্যে একজন হিসাবরক্ষক জেনারেলের পদ বহাল করে।
৭) ICLS বা ভারতীয় কর্পোরেট আইনি পরিষেবা – এখানে কোম্পানিগুলোকে আইনি পরিষেবা সম্পর্কে পরামর্শ দেওয়া হলো প্রধান কাজ। ICLS এর বেতন – ICLS এর হয় ৩০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকার মধ্যে।
৮) IDAS বা ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্ট পরিষেবা – IDAS অফিসারের কাজ হল পেনশন, বেতন, জামিন ইত্যাদি সংক্রান্ত সবকিছুকে পর্যবেক্ষণ করা। IDAS-এর বেতন – ৮০,০০০ টাকা পর্যন্ত বেতন হয় IDAS অফিসারের।
৯) IDES বা ভারতীয় প্রতিরক্ষা ই-স্টেট সার্ভিস – এই পদটি সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসে। এখানে কাজকরা প্রত্যেক ব্যক্তিকে প্রতিরক্ষা সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হয়। IDES বেতন: ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন হতে পারে আপনার।
UPSC-এর অধীনে অন্যান্য পদ-
ICFS- ইন্ডিয়ান কমিউনিকেশন ফিনান্স সার্ভিসেস:
IOFS-ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরি সার্ভিস
IIS-ভারতীয় তথ্য পরিষেবা
IPOS- ভারতীয় ডাক পরিষেবা
IRAS- ভারতীয় রেলওয়ে অ্যাকাউন্টস পরিষেবা
IRPS- ভারতীয় রেলওয়ে পার্সোনেল সার্ভিস
IRTS- ভারতীয় রেলওয়ে পরিবহন পরিষেবা
IRS- ভারতীয় রাজস্ব পরিষেবা
ITOS- ইন্ডিয়ান বিজনেস সার্ভিস
RPF- রেলওয়ে সুরক্ষা বাহিনী
এছাড়া রয়েছে বিভিন্ন গ্রুপ B এর সংক্রান্ত পোস্ট। যেমন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর সিভিল সার্ভিস।
DANICS- এই পোস্টটি দিল্লি, আন্দামান, নিকোবর দ্বীপ, লক্ষদ্বীপ, দাদরা নগর হাভেলি, দমন এবং দিউ-এর প্রশাসনিক পরিষেবার জন্য। যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসে।
DANIPS, পন্ডিচেরি সিভিল সার্ভিস, পন্ডিচেরি পুলিশ সার্ভিস।
UPSC পরীক্ষার মাধ্যমে এই ২৪ টি পদে চাকরী পেতে পারেন আপনি। UPSC CSE পরীক্ষার রাঙ্ক অনুযায়ী এই ২৪ টি পদের বিভিন্ন পদে বহাল করা হয় কর্মীদের।