এই বর্ষার মরসুমে (Wet Season) আপনারও মনটা কি একটু সমুদ্র সমুদ্র করছে? কিন্তু সেই একঘেঁয়ে দিঘা (Digha), পুরী (Puri) যেতে চাইছেন না? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। অনেকেই আছেন যারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন। কেউ ভালোবাসে পাহাড় (Hill) কেউ ভালোবাসে জঙ্গল (Jungle) তো আবার কেউ পছন্দ করেন সমুদ্র। আপনারও যদি বাজেট কম হয় অথচ একটি ভালো সমুদ্র সৈকতে যেতে চাইছেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর।
ঘুরে আসতে পারেন মহারাষ্ট্রের তারকারলি সমুদ্র সৈকত (Tarkarli Beach) থেকে। এই সমুদ্র সৈকতটিতে একবার গেলে আপনিও এর প্রেমে পরে যাবেন গ্যারেন্টি। এখানে এলে আপনি মরিশাস (Mauritius), মালদ্বীপ বা গোয়াকে ভুলে যাবেন। মহারাষ্ট্রের তারকার্লি সৈকত মুম্বাই থেকে ৪৯৩ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি স্কুবা ডাইভিংয়ের মতো সমস্ত অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন।
তারকারলি সমুদ্র সৈকতটি মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় অবস্থিত। এই জায়গাটি তার পরিষ্কার সৈকতের জন্য পরিচিত। একে কোঙ্কন অঞ্চলের রানীও বলা হয়। এই সৈকতটি ওয়াটার স্পোর্টসের জন্যও খুব বিখ্যাত। স্কুবা ডাইভিং এর পাশাপাশি আপনি এখানে প্রবালেরও দেখা পেতে পারেন। এখানকার হাউসবোটগুলি আপনাকে কাশ্মীর এবং কেরালার মতো একপ্রকার ফিল দেবে।
আরও পড়ুনঃ ১৫ই আগস্ট নয়, পশ্চিমবঙ্গের এই দুই জেলায় স্বাধীনতা দিবস পালিত হয় ১৮ তারিখ! কারণটা মর্মান্তিক
এখানে একটি আন্তর্জাতিক স্কুবা ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। গত কয়েক বছর ধরে এই সৈকত মানুষকে অনেক আকৃষ্ট করে আসছে। এছাড়া আপনারও যদি নতুন বিয়ে হয়ে থাকে আর হানিমুনে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই তারকারলি সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারেন। এখানে আপনি লোকাল সি ফুড চেখে দেখতে পারেন। এখানে আপনি অনায়াসেই পকেট ফ্রেন্ডলি টাকায় ঘুরতে পারবেন।