বনি সেনগুপ্ত (Bonny Sengupta) কে নিয়ে তরজা তুঙ্গে। তারই মধ্যে সামনে এসেছে অভিনেতার বয়ান। আর তাতেই উত্তেজনা বেড়েছে গোটা ইন্ডাস্ট্রিতে। ইডির (Enforcement Directorate) দপ্তর থেকে বেরিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে বয়ান দিলেন অভিনেতা। আর সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বনি সেনগুপ্ত বলেন, “আমি ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো.. আমি যে পারিশ্রমিকটা নিই, সেটা আমি মেনে নিতে পারি। এতগুলো বছর খেটে সেই পারিশ্রমিকটা আমি উপার্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না..”। CGO কমপ্লেক্স থেকে জেরার পর বেরিয়েই এমন বয়ান দিয়ে বেশ বিতর্কের পারদ উস্কে দিয়েছেন।
বনির কেরিয়ার শুরু হয় গত ২০১৪ সালে। বরবাদ সিনেমা দিয়ে শুরু করেন নিজের কেরিয়ার। এরপর বিগত ১ দশকে ঠিক কত অংকের আয় করেছেন সেটা জমা দিতে হয়েছে ED এর কাছে। মোট সিনেমা সংখ্যা, উপার্জন, বিলাসবহুল জীবনের কারণে কত খরচ, সবই জানাতে হয়েছে তাকে।
এদিকে বনি সাফাই দেওয়ার চেষ্টা করলেও কেরিয়ারের একদম শুরুতে কীভাবে ৪০ লক্ষ টাকার অগ্রীম পেলেন সেটাই বুঝে উঠতে পারছেন না অনেকে। তারপরও কীভাবে বনি নিজের হয়ে সাফাই গাইতে গিয়ে সদর্পে বলতে পারেন যে, “আমি টলিউডের লিডিং মোস্ট হিরো..”, সেটাই বুঝে উঠতে পারছেননা অনেকে।
কেও কেও কমেন্ট করেছেন যে, এসবই বাতেলাবাজি! আবার কারো কমেন্টে হিরো আলমের প্রসঙ্গ উঠে আসে। বনি সেনগুপ্তকে ঢপবাজ বলতেও ছাড়েননি অনেকে। অনেকে আবার এটাতেই অবাক যে, একজন অভিনেতার নাম কীভাবে আসে নিয়োগ দুর্নীতিতে। এখন দেখার এই জল কতদূর গড়ায় এবং বনি সেনগুপ্তকেও শেষপর্যন্ত শ্রীঘরে ঢুকতে হয় কিনা।