DA অতীত, পুজোর আগে বিশাল ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! শুনে খুশিতে লাফাচ্ছে বঙ্গবাসী

সামনেই দুর্গাপুজো (Durga Pujo)। আর দুর্গাপুজো মানেই সরকারী কর্মীদের (Employee) কাছে খুশির খবর। কারণ এই পুজো আসা মানেই মিলবে বোনাস, সেইসঙ্গে মিলবে অনেক ছুটি। এমনিতেই সামনে একের পর এক ছুটি অপেক্ষা করছে সকলের জন্য। সে সরকারী কর্মী হোক বা স্কুল কলেজের ছাত্র ছাত্রী হোক, সকলের জন্যেই এক ধাক্কায় অনেকগুলি ছুটি অপেক্ষা করছেন। অনেকে ইতিমধ্যে এই ছুটিগুলির সদ্ব্যবহার কীভাবে করা যায় তা নিয়ে অনেক প্ল্যান করে ফেলেছেন নিশ্চয়ই। এদিকে বর্তমানে স্পেন সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে তাঁর এহেন সফরে মাঝেই চরম সুখবরটা পেলেন সকলে। বিশেষ করে যারা সরকারী কর্মী ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকারা।

চলতি সেপ্টেম্বর মাসে এক ধাক্কায় আপনিও অনেকগুলি ছুটি পেয়ে যাবেন। কেন জানেন?  ২৩ ও ২৪ সেপ্টেম্বর শনি ও রবিবার পড়েছে। এদিকে ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ২৫ তারিখ সোমবার পড়েছে। অর্থাৎ সকলে চলতি মাসেই টানা ৩ দিন ছুটি পেয়ে যাবেন। উল্লেখ্য, এই ২৫ সেপ্টেম্বর করম পুজো রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার শবে বরাত এবং করম পুজোয় ছুটি ঘোষণা করেছে। অর্থাৎ জোড়া ছুটি। এই দুটি ছুটি ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সব উৎসবকে সমান গুরুত্ব দিই। শবে বরাত ও করম পুজোয় বিভাগীয় ছুটির পরিবর্তে আমরা সরকারি ছুটি দেব। বাংলা সরকার সারা দেশে সর্বাধিক সংখ্যক সরকারি ছুটি দেয়।‘

করম পুজো, কর্ম পুজো নামেও পরিচিত। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ভারতের অন্যান্য কিছু অংশে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় দ্বারা উদযাপিত একটি গুরুত্বপূর্ণ উপজাতি উৎসব। উৎসবটি মূলত ওরাওঁ, মুন্ডা, হো এবং বিঞ্জওয়ারি সম্প্রদায়ের মতো উপজাতি গোষ্ঠীগুলি দ্বারা উদযাপিত হয়।

nabanna mamata

করম পুজো সাধারণত শরৎকালে, চন্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভর করে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এটি আদিবাসী সম্প্রদায়ের জন্য কর্ম দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়, যাকে ভাগ্যের দেবতা হিসাবে বিবেচনা করা হয়, পাশাপাশি ফসল এবং বনের রক্ষক হিসাবেও বিবেচিত করা হয়।