DA অতীত, বড় ঘোষণা করল রাজ্য সরকার! দীপাবলিতে এবার কর্মীরা পাবেন বিরাট বোনাস

উৎসবের আবহে ফের একবার বড় রকমের চমক দিল রাজ্য সরকার (Government)। কেউ হয়তো ভাবতেও পারেননি যে উৎসবের আবহে তাঁরা এমন উপহার পেয়ে যাবেন। রাজ্য সরকারের এক সিদ্ধান্তের কারণে কয়েক লক্ষ কর্মীর (Employee) একপ্রকার ভাগ্য বদলে যেতে চলেছে। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সরকার কী এমন সিদ্ধান্ত নিয়েছে যার দরুণ সরকারী কর্মীদের কপাল একেবারের খুলে যেতে চলেছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। এমনিতেই উৎসবের আবহে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে একের পর এক রাজ্য সরকার নিজেদের কর্মীদের উদ্দেশ্যে দিওয়ালি বোনাসের (Bonus) ঘোষণা করেই চলেছে।

   

এবার এই একই পথে হাঁটল বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাও (Haryana)। দিওয়ালির আবহে এবার হরিয়ানা সরকার কৃষি বোর্ড বিপণনের কর্মীদের একটি বড় উপহার দিয়েছে। কর্মীদের বোনাস দেওয়া হবে। এ জন্য একটি ঘোষণা অবধি করে দেওয়া হয়েছে সরকারের তরফে। এমনকি সরকারী কর্মীদের অনুদানের টাকাও দেওয়া হবে। হরিয়ানার মন্ত্রী জেপি দালাল শনিবার বলেছেন, প্রতিটি শ্রেণীর কল্যাণে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। হরিয়ানা রাজ্য কৃষি বিপণন বোর্ডের কর্মচারীদের দিওয়ালির উপহার হিসাবে বোনাস ঘোষণা করা হয়েছে। শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে।

রাজ্যের কৃষিমন্ত্রী দালাল জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরের জন্য কৃষি বিপণন বোর্ডের গ্রুপ বি সি এবং ডি কর্মীদের মূল বেতনের ১৫ শতাংশ বা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। এমন পরিস্থিতিতে হরিয়ানার লক্ষ লক্ষ কর্মীকে বেতনের পাশাপাশি বোনাস দেওয়া হবে। বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা বৃদ্ধির নির্দেশও জারি করা হয়েছে। যার সুফল পাবেন কর্মচারীরা। পেনশনভোগীরাও তাদের পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন।

indian money ada

এর আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী বিশেষ পুলিশ অফিসারদের দিওয়ালির উপহার দিয়েছিলেন। সকলের মাসিক সম্মানী ২০০০ টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে শহরের একাধিক নিরাপত্তারক্ষী, স্যানিটেশন কর্মী এবং নলকূপ অপারেটরদের অ্যাকাউন্টে দিওয়ালি উপলক্ষে মিষ্টির কেনার জন্য ৫০১ টাকা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে।