ম্যাথিউস নন, ১৬ বছর আগে প্রথম টাইম আউট হতেন সৌরভ! রেহাই দেন বিপক্ষ দলের অধিনায়ক

২০২৩ বিশ্বকাপে (Cricket World Cup) বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের (Angelo Mathews) টাইম আউট (Time Out) আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান, যাকে টাইম আউট দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস হয়তো অনেকেই জানেন না যে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি ১৬ বছর আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নামে হতে পারতো।

   

কেপটাউনে একটি টেস্ট ম্যাচ চলছিল। ম্যাচের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ছয় রানে ওপেনিং জুটি হারায় টিম ইন্ডিয়া (India)। বীরেন্দ্র সেওয়াগ ও ওয়াসিম জাফর এত তাড়াতাড়ি আউট হবেন বলে আশা করেনি টিম ইন্ডিয়া। সচিন তেন্ডুলকরের চার নম্বরে ব্যাট করার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তখন তাঁকে ব্যাট করতে পাঠানো হয়নি। সৌরভ গাঙ্গুলি সেই সময় প্রস্তুতি ছাড়াই বসে ছিলেন। টেস্ট ক্রিকেটে উইকেট পড়ার পর ক্রিজে পৌঁছানোর সময় ছিল তিন মিনিট। এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে ব্যাট করতে নামার প্রস্তুতি নিতে শুরু করেন সৌরভ। তাঁর সময় লেগেছে ৬ মিনিট।

সেই সময় প্রোটিয়া দলের নেতৃত্ব ছিল গ্রেম স্মিথের (Graeme Smith) হাতে। আম্পায়ার স্মিথকে টাইম আউট নেওয়ার বিকল্প সম্পর্কে জানিয়েছিলেন। কিন্তু স্মিথ এই অপশন কাজে লাগাতে চাননি। স্মিথ যদি আবেদন করতেন, তাহলে অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টাইম আউট হতে পারতেন, প্রথম হতেন সৌরভ গাঙ্গুলি।

sourav ganguly bcci

৬ নভেম্বর, ২০২৩ দিল্লিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা বিশ্বকাপের ম্যাচের প্রথম ইনিংসের ২৫ তম ওভারে সাকিব আল হাসান (Shakib Al Hasan) যখন লঙ্কান ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন, তখন অ্যাঞ্জেলো ম্যাথিউস স্ট্রাইক নিতে দুই মিনিটেরও বেশি সময় নিয়েছিলেন বলে অভিযোগ। তিনি নির্ধারিত সময়ে ক্রিজে এলেও তাঁর হেলমেটের একটা অংশ ভাঙা ছিল। ফলে দ্বিতীয় হেলমেটের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। ড্রেসিংরুম থেকে নতুন হেলমেট আসতে আরও সময় লেগেছে। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে ম্যাথিউসকে আউট দেওয়ার আবেদন করেন। নিয়ম অনুযায়ী ম্যাথিউসকে আউট দেওয়া হয়।