আধার কার্ড (Aadhaar), প্যান কার্ড (Permanent account number), রেশন কার্ড (Ration Card) নয়, এবার দেশে এক নতুন পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্র সরকার। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড একটি জরুরি নথি। এগুলি দেশের সব মানুষের কাছে থাকা জরুরি। কোন নথি কখন, কোথায় লেগে যায় কেউ বলতে পারে না। এদিকে এই কার্ডগুলির পাশাপাশি আরও একটি কার্ড আনল কেন্দ্র। আপনারও নিশ্চয়ই জানতে এখন কৌতূহল হচ্ছে এই কার্ডের নাম কী? কবে এই কার্ড আসছে? কারা এই কার্ড ব্যবহার করতে পারবেন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে? তাহলে অবশ্যই পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। জানা গিয়েছে, এই মর্মে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে ফেলেছে সরকার।
এই বিশেষ কার্ডটির নাম হল APAAR Card। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সুবিধার্থে আরও একটি বড় পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছে। এখন প্রতিটি পড়ুয়ার স্কুল আইডি ছাড়াও আরও একটি আইডি প্রস্তুত করা হবে। যেখানে তাদের সকল একাডেমিক তথ্য লিপিবদ্ধ করা হবে। এই আইডির নাম দেওয়া হয়েছে আপার কার্ড। এই কার্ডে শিক্ষার্থীদের একটি বিবরণ থাকবে। এই কার্ড তৈরি করতে অভিভাবকদের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
আপার মানে স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট। সারা দেশের সব স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি বিশাল আইডি প্রস্তুত করা হবে। আগামী সময়ে ভর্তি প্রক্রিয়াতেও এটি ব্যবহার করা হবে। এই কার্ডে প্রদত্ত ইউনিক আইডির সাহায্যে যে কোনও জায়গায় অবস্থিত স্কুল শিক্ষার্থীর বিবরণ পাবে। এই আপার কার্ডে শিক্ষার্থীর অনেক তথ্য থাকবে। এর মধ্যে থাকবে নাম, ঠিকানা, জন্ম তারিখ, ছবি, শিক্ষা ঋণ, বৃত্তি, শিশুর ক্রীড়া কার্যক্রম, পুরস্কার সম্পর্কিত বিবরণ।
জানা গিয়েছে, ইতিমধ্যে শিক্ষার্থীদের একটি আবেদন ফরম দেওয়া হচ্ছে, যা অভিভাবকদের পক্ষ থেকে পূরণ করে জমা দেওয়া হবে। এমনকি যদি কোনও শিক্ষার্থীকে স্কুল পরিবর্তন করতে হয় তবে কোনও প্রভাব পড়বে না। এই কার্ড নম্বর আগের মতোই থাকবে। আগামী সময়ে এর ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। একজন পড়ুয়া কী কী ডিগ্রি অর্জন করল, সে কবে কোথায় রেজিস্ট্রেশন করেছে সেগুলো এখানে নথিভুক্ত থাকতে পারে। ইতিমধ্যে আগামী ১৬-১৮ অক্টোবরের মধ্যে অভিভাবকদের সঙ্গে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে আলোচনা করতে হবে বলে জানানো হয়েছে বলে নোটিশ পাঠানো হয়েছে। কারণ অভিভাবকরা সম্মতি দিলে তবেই সংশ্লিষ্ট পড়ুয়ার APAAR কার্ড বানানো হবে।