বাড়বে বৃষ্টি, পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সাবধান! জানুন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার খামখেয়ালীপনা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে বঙ্গবাসী। কখনো রোদ, তো কখনো বৃষ্টি। এই নিয়েই চলছে বর্তমানের দিন যাপন। এদিকে বঙ্গোপসাগরে আরেক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের ফলে তুমুল বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

এ তো গেল দক্ষিণবঙ্গের (South Bengal) কথা, জানেন কি উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি কেমন থাকবে? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের একের পর এক জেলায় তাপমাত্রা কমবে করে। বিশেষ করে দার্জিলিং কালিম্পং- কমতে পারে দুই থেকে ২ থেকে ৩ ডিগ্রি। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির দাপট চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা।

উত্তরবঙ্গের এই আবহাওয়া দেখে আপনিও ভাবছে যে, এখন যদি পাহাড়ে যাওয়ার প্ল্যান হয়, তাহলে কেমন হবে? বলে দিই বর্তমানে পাহাড় একটু এড়িয়েই চলা ভালো। বিশেষ করে আবহাওয়ার হালহকিকত না জেনে একদমই পাহাড়ের দিকে যাওয়া উচিৎ নয়। কারণ, লাগাতার বৃষ্টির ফলে ধ্বস নামার আশঙ্কা থাকে, যার ফলে আপনার ছোটো ঘুরতে যাওয়ার প্ল্যানে ব্যাঘাত ঘটতে পারে।

wb weather low pressure

এদিকে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নতুন করে একটি ঘূর্ণাবর্ত (Vortex) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যার অভিমুখ হবে ওড়িশার দিকে। যে কারণে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। চলবে রবিবার অবধি। জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।