উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গে হু হু করে বাড়বে তাপমাত্রা! রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট

শুক্রবার থেকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির সম্ভাবনা থাকছে, কুয়াশার ঘনঘটাও থাকবে এখন। আগামী বেশ কয়েকদিনে দার্জিলিং, কালিম্পং এর বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। যদিও দক্ষিণবঙ্গে (South Bengal) গরম বাড়তেই থাকবে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রায় সর্বত্রই কুয়াশার ঘনঘটা থাকছে। দক্ষিণবঙ্গেও কুয়াশা থাকবে এখন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে।নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে এক কুয়াশার পরিমাণ স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে।
এসবের মধ্যে ভরে ভরে জলীয় বাষ্প ঢোকার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে। আর তারফলে আর্দ্রতা জনিত কারণে অস্বস্তি বাড়তে থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ চড়তে থাকবে। আপাতত ৩০ ডিগ্রীর ওপর থাকবে তাপমাত্রা। যদিও সর্বনিম্ন তাপমাত্রায় এখনই কোনো পরিবর্তন আসছে না।
দিনের বেলা তাপমাত্রায় সামান্য তারতম্য আসতে পারে। দখিনা বাতাসের কারণে উত্তরবঙ্গে বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বাড়তে থাকার ফলে অস্বস্তি বাড়বে কিছুটা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে আপাতত। স্বাভাবিক তাপমাত্রা বাড়বে কিছুটা।
শুক্রবার সকালবেলা সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রী থেকে বেড়ে ২৪ ডিগ্রীর আশেপাসে হয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৬% থেকে ৯৫%। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী থেকে ৩৩ ডিগ্রীর মধ্যেই।
একইসাথে জানিয়ে দিই যে, আগামী ২৫ তারিখ নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। আপাতত উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। অন্যদিকে দখিনা বাতাসের প্রভাবে বৃষ্টির সম্ভবনা বহু রাজ্যে।