দখল হয়ে গিয়েছে রেলের জমি! নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো শুরু কবে থেকে?

একাধিক প্রোজেক্ট চালাচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। সদ্যই নতুন ২-৩ টি প্রকল্প শেষ করেছে তারা। দ্রুত কাজ চালাচ্ছে হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা শুরু করার জন্য। এরমধ্যে নোয়াপাড়া এবং বিমানবন্দরের মধ্যেকার ১৬.৮ কিমি পথটি চলতি বছরই উদ্বোধন করার কথা জানায় রেল কর্তৃপক্ষ।
কিন্তু সদ্যই জানা যাচ্ছে সেখানে বেশ বাধা এসেছে। কারণ আর কিছুই না, যশোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে ১০০টিরও বেশি অস্থায়ী দোকান সরাতে হবে রেল কর্তৃপক্ষ। নচেৎ ওই রুটের মেট্রো চালু করা যাবে না। কিন্তু সেখানেই সমস্যা পেকেছে।
এদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, জায়গা দখল করে তৈরি হওয়া ওই দোকানঘরগুলি না সরলে ওই কাজ শেষ করা যাবে না। স্থানীয় এইচএমভি বাজারের কারণে থমকে আছে প্রকল্পটি। বিশেষ করে এলিভেটেড করিডোর ভেঙে ফেলার কাজ শুরু করার আগে স্টলগুলিকে সরিয়ে ফেলতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।
ভূগর্ভস্থ নির্মাণ শুরু করার আগে স্টলগুলোকে সরিয়ে দিতে চাইছে মেট্রো। যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন মাটির নিচে চলে গেছে। মেট্রো জানিয়েছে যে, মোট ১২৭টি দখল করা জায়গায় দোকান রয়েছে। এগুলো না সরালে চলতি বছরের শেষনাগাদ নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো পরিষেবা শুরু করা সম্ভব নয়।
যদিও এই বিষয়ে দোকানদাররা জানিয়ে দিয়েছেন যে, তারা কোনো লিখিত বিজ্ঞপ্তি পাননি এখনো। যদিও তাদের মৌখিক নির্দেশ এসেছে সরে যাওয়ার, সেইজন্য তারা ইতিমধ্যে পৌরসভার সাথে আলোচনা চালাচ্ছেন। বাজারের সেক্রেটারি জয়দেব হালদারের বক্তব্য, তারা পুনর্বাসনের দাবি জানাবেন। যদিও এখনো সেইনিয়ে কোনো আলোচনা হয়নি।