ঋণের কিস্তিতে দেরি হলে জরিমানার চিন্তা নেই! নয়া নিয়ম আনছে RBI, উপকৃত হবেন আপনিও

কোনো ব্যাংক (Bank) অথবা NBFC থেকে ঋণ নিলে সেই ঋণের চুক্তির অংক মেটানো মহা সমস্যার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিভিন্ন অ্যাপ এবং ব্যাংকগুলো তাদের চুক্তির টাকা মেটানোর জন্য যেভাবে চাপ দেয় তাতে অতিষ্ট সাধারণ মানুষ।
কিন্তু এবার রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য নেমেছে। RBI জানিয়েছে যে, ঋণের কিস্তি মেটাতে দেরি হলে সম্পূর্ন নতুন পদ্ধতিতে জরিমানা করা টাকা ফেরৎ নেওয়া হবে এবং সেই বিবরণ আলাদা করে দিতে হবে।
আসলে এতদিন ঋণ পরিশোধের জন্য মোট টাকা দিতে হতো। আর বিভিন্ন ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে বিলম্বের জন্য তাদের কতটা জরিমানা দিতে হবে সেটা মোট জানিয়ে দিত। এবার থেকে জরিমানার পরিমাণ আলাদাভাবে নির্ধারণ করবে ব্যাংকগুলো।
বর্তমান সময়ে সর্বোচ্চ ২৪% জরিমানা দিতে হয় গ্রাহকদের। অর্থাৎ ধরুন আপনার যদি মাসিক ৫০,০০০ টাকা কিস্তি থাকে বার্ষিক ২৪% সুদের সাথে, আর সেই কিস্তি পরিশোধ না হলে এক মাসে জন্য ২% জরিমানা করা হবে। অর্থাৎ অতিরিক্ত ১০০০ টাকা দিতে হবে। কিন্তু এবার থেকে ব্যাংকগুলোকে আলাদা আলাদা করে জরিমানা নির্ধারণ করতে হবে।
এছাড়া লোনে ডিফল্ট করলে এবং তারপর ঋণ ফেরৎ নেওয়ার জন্য কোনো এজেন্ট নিয়োগ হলে তার সম্পর্কে সমস্ত ডিটেলস দিতে হবে গ্রাহককে। শুধু তাই না, ডিফল্ট করলে সমস্ত তথ্য বিস্তারিতভাবে গ্রাহককে ইমেল এবং এসএমএস এর মাধ্যমে জানাতে হবে। এক্ষেত্রেও বেশ কড়াকড়ি শুরু করেছে RBI।