হাওড়ায় এসে পৌঁছল নতুন একটি বন্দে ভারত, কোন রুটে ছুটবে? জানাল রেল

যত সময় এগোচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) মুকুটে ততই নতুন নতুন মুকুট জুড়ছে। সেই মুকুটের মধ্যে অন্যতম হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। যত সময় এগোচ্ছে ততই যেন এই ট্রেনের পরিধিও বাড়ছে ধীরে ধীরে। দেশের বিভিন্ন রাজ্যের বুক চিড়ে ইতিমধ্যে ছুটে চলেছে এই ট্রেন। এই ট্রেন যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

   

সময়ের সঙ্গে সঙ্গে এই ট্রেনের চাহিদাও যাত্রীদের মধ্যে ধীরে ধীরে বাড়ছে। সকলেই চাইছেন জীবনে একবার হলেও এই ট্রেনে উঠতে এবং ট্রেনের সুযোগ সুবিধা উপভোগ করতে। রেলের তরফ থেকে যা খবর, এখনও অবধি ৩৫টি ট্রেন বিভিন্ন রাজ্যের বুকে ছুটে বেড়াচ্ছে। অনেকেই হয়তো জানেন না যে দেশ প্রথম ২০১৯ সালে প্রথম এই বন্দে এক্সপ্রেস ট্রেন উপহার পেয়েছিল। এই ট্রেনের সর্বোচ্চ গতি ১৮০ কিমি প্রতি ঘণ্টা।

এই ট্রেনটি সেমি হাইস্পিড ট্রেন। দেখতে একদম বুলেট ট্রেনের মতো। এদিকে এই ট্রেন কিন্তু বাংলার বুকেও চলছে। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। এই রুটগুলি হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। তবে আজ আচমকাই এক চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে গেল। হাওড়ায় এসে পৌঁছাল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। ওই বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা ১৬।

অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি আরও একটি নতুন রুটে ছুটতে চলেছে এই বন্দে ভারত এক্সপ্রেস? এদিকে এই নিয়ে এবার মুখ খুলল রেল। পূর্ব রেল সকলের আশায় জল ঢেলে জানিয়ে দিল, কোনও নয়া রুটে চালু করা হবে না এই ট্রেনকে। বরং অতিরিক্ত রেক হিসেবে ওই বন্দে ভারত এক্সপ্রেসের রেক আনা হয়েছে।

howrah vande bharat

প্রায়শই অভিযোগ ওঠে চলমান রেক নিয়ে। যাত্রী সাধারণের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার ঘটে। যদিও বা এবার থেকে সব সমস্যার সমাধান করবে এই নয়া রেক। অনেকেই হয়তো জানেন না যে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল সম্প্রতি। সেই পরিস্থিতিতে সোমবার এবং মঙ্গলবার যুবা এক্সপ্রেসের রেক দিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়েছে। তবে এই নয়া রেকের জেরে আর কোনও সমস্যা হবে না বলে আশাবাদী পূর্ব রেল।