বিরাট সুখবর! সাত মাসে জ্বালানির দামে সবথেকে বড় পতন, জারি হল পেট্রোল-ডিজেলের নয়া রেট

দুরাবস্থা কাটিয়ে এবার সারাবিশ্বজুড়ে কমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের দামে পতন আসায় এখন ব্যারেল প্রতি ৯০ ডলারেরও নিচে নেমে গেছে। এটি বিগত সাত মাসে সবথেকে কম বলে দাবি বিশেষজ্ঞদের। কিন্তু তার খুব বেশি প্রভাব পড়েনি পেট্রোল, ডিজেলের দামের ওপর। আজ সকাল ৬টায় দেশজুড়ে পেট্রোল-ডিজেলের নতুন দর প্রকাশিত হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের সবচেয়ে দামি জ্বালানি মিলছে রাজস্থানের শ্রীগঙ্গানগরে।
এর আগে দেশের সবচেয়ে দামী তেল মিলত মহারাষ্ট্রের পারভানিতে। দেশের সবচেয়ে সস্তা তেল পাওয়া যাচ্ছে পোর্ট ব্লেয়ারে। শ্রীগঙ্গানগরের থেকে পোর্ট ব্লেয়ারে পেট্রোল মিলছে ২৯.৩৯ টাকা সস্তায় আর ডিজেল পাওয়া যাচ্ছে ১৮.৫০ টাকা কমে। বর্তমানে পোর্ট ব্লেয়ারে এক লিটার পেট্রোলের দাম ৮৪.১০ টাকা এবং ডিজেল এর জন্য দিতে হচ্ছে ৭৯.৭৪ টাকা।
বর্তমানে বিশ্বজুড়ে ক্রুড ওয়েল এর দাম রয়েছে ৮৮.৩৯ ডলার প্রতি ব্যারেল। কিন্তু দামে ছাড় দিলেও মহারাষ্ট্র এবং মেঘালয় বাদে সারাদেশের আর কোনো রাজ্যেই টানা ১১০ দিনে দামে সেরকম ফারাক দেখা যায়নি। আশা করা যাচ্ছে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই দাম আরো কিছুটা কমলে দেশবাসীও সেই সুবিধা উপভোগ করবেন।
এবার আপনিও যদি প্রতিদিন আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম দেখতে চান তাহলে নীচে দেওয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন।
এসএমএস এর মাধ্যমে আপনি চেক করতে পারেন পেট্রোল এবং ডিজেলের দাম। এক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়ান ওয়েলের দাম দেখতে চান তাহলে আপনাকে RSP লিখে পাঠিয়ে দিতে হবে ৯২২৪৯৯২২৪৯ নাম্বারে। হিন্দুস্তান পেট্রোলের গ্রাহকরা HPPRICE লিখে পাঠিয়ে দিন ৯২২২২০১১২২ নাম্বারে। আর ভারত পেট্রোলিয়ামের গ্রাহকরা RSP লিখে পাঠিয়ে দিন ৯২২৩১১২২২২ নাম্বারে।