ফিক্সড ডিপোজিটে ৯.১০% সুদ! এখানে একবার বিনিয়োগ করলেই হয়ে যাবেন মালামাল

ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমান সময়ে বহু মানুষ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা স্থায়ী আমানত করার ভাবনা চিন্তা করে। আপনারও যদি ফিক্সড ডিপোজিট থেকে থাকে তাহলে অবশ্যই এবং দ্রুত পড়ে নিন এই প্রতিবেদনটি।

জানা গিয়েছে, শ্রীরাম গ্রুপের  শ্রীরাম ফাইন্যান্স নিজেদের সুদের হার সংশোধন করেছে। শ্রীরাম ফাইন্যান্স এখন ১২ মাস থেকে ৬০ মাসের ফিক্সড ডিপোজিটের জন্য ৮.৫০ শতাংশ সুদের হার বাড়িয়ে দিয়েছে। শ্রীরাম ফাইন্যান্স আগামী ৫০ মাসের এফডি-র মেয়াদে মহিলা ও প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৯.১০ শতাংশ সুদের হার দিচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

উল্লেখ্য, নিজেদের গ্রাহকদের কথা মাথায় রেখে শ্রীরাম গ্রুপ ধারাবাহিকভাবে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে। আর্থিক পরিষেবা প্রদানের উপর জোর দিয়ে, শ্রীরাম ফাইন্যান্স ক্রমাগত সুবিধাবঞ্চিতদের সেবা করার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সম্প্রতি শ্রীরাম ফাইন্যান্সের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান উমেশ রেভাঙ্কর জানিয়েছেন, “এই ব্যবসা আরও বেশি লোককে আর্থিক ব্যবস্থাপনা সরবরাহ করবে এবং আরও সম্প্রদায়ের ক্ষমতায়নের দিকে কাজ করবে যাতে তারা তাদের উপার্জিত অর্থের সম্পূর্ণ সুবিধা নিতে পারে”। শ্রীরাম ফাইন্যান্স প্রবীণ নাগরিকদের জন্য ০.৫০ শতাংশ বার্ষিক এবং মহিলা আমানতকারীদের জন্য ০.১০%  বার্ষিক বিশেষ সুদের সুবিধা প্রদান করে, যার মধ্যে ৯.১০ শতাংশ বার্ষিক হিসাবে আকর্ষণীয় সুদের হার অর্জন করা যায়।

শ্রীরাম ফাইন্যান্স নিজেদের গ্রাহকদের কথা মাথায় রেখে ১২ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৭.৬০ শতাংশ সুদের হার অফার করছে।

এছাড়া ১৮ মাসের এফডি-র উপর ৭.৭৫ শতাংশ সুদের হার দেয় এই ফাইন্যান্স গ্রুপটি। ২৪ মাসের মেয়াদের এফডির উপর ৮.০৫ শতাংশ সুদের হার প্রদান করে শ্রীরাম ফাইন্যান্স গ্রুপ। এছাড়া ৩০ মাসে ৮.২০, ৩৬ মাসে ৮.২৫, ৪২ মাসে ৮.৩০ সুদের হার দেয়।

2000 note money

প্রবীণ নাগরিক এবং মহিলা আমানতকারীরা পর্যায়ক্রমিক সুদ প্রদানের বিকল্পগুলি বেছে নিতে পারেন। শ্রীরাম ফিক্সড ডিপোজিট প্ল্যানগুলি প্রবীণ নাগরিক এবং মহিলা আমানতকারীদের জন্য একটি বিস্তৃত বিনিয়োগ কৌশল সরবরাহ করে।

 

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button