বিয়ের দু’বছরের মধ্যেই সম্পর্কে টানাপোড়েন! ‘তৃণা নাচায়” ব্যাক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক নীল, ভাইরাল ভিডিও

টলিউডে এখন শুধু বিচ্ছেদের গুঞ্জন। সম্পর্ক ভাঙছে একের পর এক তারকা জুটিদের। সে জিতু-নবনীতা হোক বা তথাগত-দেবলীনা…বাংলার কিছু জনপ্রিয় জুটির সংসার ভাঙার ফলে অনেকেরই মন ভেঙেছে। বাংলা বিনোদন দুনিয়ায় বেশ কয়েকটি সেলিব্রিটি দম্পতি রয়েছে যারা দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। যেমন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)…তাঁদের দুজনকে অনেকেই লাভ বার্ডসও বলেন। এই তারকা দম্পতি প্রায়শই নিজেদের আনন্দের মুহূর্তে সোশ্যাল মিডিয়া (Social Media) মারফত নিজেদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে কিন্তু ভোলেন না।

তাঁদের বিয়ে (Marriage) হয়েছে প্রায় ২ বছর হতে চলল। শহরের এক নামী ব্যাঙ্কোয়েটে বসেছিল দুজনের বিয়ের আসর। তাঁদের বিয়েতে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যাইহোক, সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছিল যে দুজনের মধ্যে অল ইজ নট ওয়েল। যে কারণে অনেকেই এই তারকা দম্পতির বিচ্ছেদের আশঙ্কায় কেঁপে উঠেছিলেন।

গত কয়েক দিন ধরে টলিটাউনে নীল ও তৃণা সাহার বৈবাহিক সমস্যা এবং স্বামীকে বাদ দিয়ে তৃণার নিজের জন্মদিন উদযাপনের ঘটনা এই গুঞ্জনকে আরও উস্কে দেয়। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, তৃণা ও নীলের মধ্যে কিছু মতবিরোধ রয়েছে, যা তাঁদের সম্পর্ককে প্রভাবিত করছে। যদিও পরে তাঁরা বিচ্ছেদের গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দেন বটে। এদিকে সম্প্রতি আবারও দুজনের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। তবে অবশেষে এবার স্ত্রী তৃণাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করে শিরোনামে উঠে এলেন নীল।

স্ত্রীকে পাশে রেখে একের পর নীলের এক বিস্ফোরক মন্তব্য কার্যত সকলকে নাড়িয়ে রেখে দিয়েছে। দুজনেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। প্রায়শই দুজনের নাচের ভিডিও দেখা যায়। নীলকে প্রশ্ন করা হয়, কোরিওগ্রাফি কে করেন? নীলের উত্তর, তৃণা। এদিকে পাশ থেকে অভিনেত্রী আবার দেখিয়ে দিলেন স্বামীকে। তারপর বলে উঠলেন, দুজনেই কোরিওগ্রাফি করেন।

আরও পড়ুনঃ এক টিকিটে ভ্রমণ করতে পারবেন ৮ বার! ভারতীয় রেলের এই বিশেষ সুবিধা সম্পর্কে জানেনই না ৯৯% মানুষ

এরপর নীল জানান, ‘জীবনের নিয়ম কি সেটা জানো তো? বররা বউকে নাচায় নাকি বউরা বরকে?’  নীল আরও জানান, ‘তৃণা প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী। আর আমি নিজে ভাসান ডান্সার।‘