দুর্গাপুজো আসছে। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনারও নিশ্চয়ই অনেক প্ল্যান রয়েছে। প্যান্ডেল হপিং থেকে শুরু করে শপিং, খাওয়া দাওয়া আরও কত কি। অনেকেই আছেন পুজোর কটা দিন প্যান্ডেল হপিং করতে, বন্ধুবান্ধবের সঙ্গে দেদার আড্ডা দিতে ভালোবাসেন। কিন্তু আবার অনেকেই আছেন যারা এই পুজোর কয়েকটা দিন কোথাও ঘুরতে যেতে চান। তবে ট্রেন, বাসের টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় সহজে মেলে না কিছু। যদিও এবার সকলের মুশকিল আসান করতে চলে এসেছে NBSTC। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই ২০-২৪ অক্টোবরের মধ্যে যাত্রার টিকিট বিক্রি হয়ে গেছে। দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, পদাতিক-সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলিতেও দীর্ঘ ওয়েটিং লিস্ট রয়েছে।
তবে চিন্তা নেই, উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম (NBSTC) দুর্গাপুজোর সময় এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বাস পরিষেবা বাড়ানোর পরিকল্পনা করছে। সাধারণত প্রতিদিন সাতটি বাস চলাচল করলেও পুজোর সময়ে এই সংখ্যা বেড়ে অন্তত ১০ থেকে ১২টি হতে পারে বলে খবর। পুজোর সময় কলকাতা থেকে উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় অনেকটাই বেড়ে যায়। কারণ মানুষ দার্জিলিং এবং ডুয়ার্সের জনপ্রিয় স্থানগুলি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন।
অন্যদিকে দার্জিলিং হোক বা সিকিম, ভ্রমণ প্যাকেজের চাহিদাও বেড়ে যায় এবং যেহেতু এই জায়গাগুলির বেশিরভাগই শিলিগুড়ি হয়ে অ্যাক্সেস করা যায়, তাই উৎসবের মরসুমে ট্রেনের বুকিংও বেড়ে যায়। ইতিমধ্যে ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে। অনেকেই আছেন অভিযোগ করছেন ট্রেন পাচ্ছেন না উত্তরবঙ্গ যাওয়ার। এহেন অবস্থায় সকলের ভরসা বাসেই। এদিকে সাধারণ মানুষের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিতে চলেছে উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম।
একইভাবে বাসের জন্য পর্যটকদের চাহিদাও বাড়ছে। এনবিএসটিসি এসপ্ল্যানেড থেকে সাতটি বাস চালায় যার মধ্যে দুটি এসি এবং পাঁচটি নন-এসি রয়েছে। অতিরিক্ত বাস চালানোর পাশাপাশি এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন যে তারা এজেন্সিগুলির সাথে সমন্বয় করে ট্যুর প্যাকেজ চালু করবে এবং দার্জিলিং, ডুয়ার্স এবং সিকিমের নির্বাচিত পর্যটন স্পটগুলিতে সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় বিকল্প সরবরাহ করবে। বাগডোগরা, তেনজিং নরগে বাসস্ট্যান্ড এবং এনজেপি থেকে পর্যটকদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য ‘ট্যাক্সি সার্ভিস’-এর ব্যবস্থা করা হবে। এটি একটি শাটল পরিষেবার মতো হবে যার মধ্যে ৫০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে দামের জন্য উপলব্ধ করা হবে।
এদিকে বৃহস্পতিবার কসবার পরিবহণ ভবনে নিগমের পরিচালন পর্ষদের বৈঠকের পরে বড় কথা বলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান, ১৬ থেকে ২০ আসনের ওই সব বাস তুলনামূলক ভাবে অনেকটাই কম খরচে পাওয়া যাবে। বাগডোগরা বিমানবন্দর, নিউ জলপাইগুড়ি স্টেশন এবং শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে ওই সব ছোট বাস দার্জিলিং, সিকিম, ডুয়ার্স অভিমুখে চলবে। আর যাত্রীরা খুব সহজেই বাসগুলির টিকিট বুক করতে পারবেন। নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর ছাড়াও অনলাইনে এই বাস যাত্রীরা ভাড়া করতে পারবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।