ডিভোর্সের ঘোষণা নচিকেতা চক্রবর্তীর! সোশ্যাল মিডিয়ায় গায়কের পোস্ট দেখে ভেঙে পড়ল অগণিত ভক্ত

তারকাজগতে বিচ্ছেদের ঘটনা কোনো নতুন কিছু নয়, বিগত বহু সময়ে আমরা দেখেছি তারা বেরিয়ে গিয়েছেন পুরনো সম্পর্ক থেকে। আবার গিয়ে জুড়েছেন নতুন এক সম্পর্কে। বিচ্ছেদের খবর জানানোর জন্য সোশ্যাল মিডিয়াকে অত্যন্ত বেশি পছন্দ করেন বিভিন্ন তারকারা। এইতো কয়েকদিন আগেই অনুপম রায় থেকে শুরু করে আরও অনেকেই তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ার পোস্টে।

এবার সেই তালিকায় নাম জুড়েছে নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty)। বিখ্যাত এই গায়ক সোমবার দিন হঠাৎই ডিভোর্সের কথা ঘোষণা করে বসেন! এদিকে তার ডিভোর্সের খবরে বেশ শোরগোল পড়েছে নেটপাড়ায়। নেট মাধ্যমে একটি ছবি পোস্ট করেন নচিকেতা। সেই থেকেই তার ডিভোর্সের কথা জানতে পারা যায়।

ছবির ক্যাপশনে নচিকেতা লিখেছেন, ‘যাঃ অবশেষে ডিভোর্সটা হয়েই গেল’। এরকম ক্যাপশন লেখায় অনেকেই বুঝতে পারছেন না যে, সত্যি সত্যিই কি তাদের ডিভোর্স হয়ে গেল নাকি ব্যাপারটা অন্য কিছু! কমেন্ট সেকশনে কেও তার পাশে দাঁড়িয়েছেন তো কেও ভেবে নিয়েছেন এটা নিতান্তই এক গানের প্রচার।

নতুন গানের কথা ঘোষণা করলেন, নাকি সত্যি সত্যিই ডিভোর্স দিলেন সেব্যাপারেও কিছুই জানাননি তিনি। কিন্তু তার ভক্তরা বিস্তর অনুমান করে চলেছেন। এই যেমন একজন লিখেছেন, ‘বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে সৃষ্ট সচেতনতা যেন এই ডিভোর্সের ক্ষেত্রে আরো বেশি করে হয়। তবেই বাঁচবে সমাজ ও মানবতা।’ তো অন্যজন ইঙ্গিত করেন তার নতুন গানের প্রচার নিয়ে, তিনি লিখেছেন, ‘নতুন গান রিলিজের অভিনব প্রচার। নচি মানেই নতুনত্ব। শিরোনাম অনুযায়ী গানের বিষয়টাও মনে হচ্ছে বেশ উপভোগ্য হবে। অপেক্ষায় থাকলাম গানটা শোনার জন্য।’

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button