বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে। সারাবিশ্বের সধারণ মানুষের অবস্থা নাজেহাল হয়ে ওঠেছে। সেখানে ব্যতিক্রম নয় ভারতও (India)। বিশ্বের মতো না হলেও ভারতের বাজারেও মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বেহাল। নিত্যপ্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম আগুন হয়ে উঠেছে।
পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার সহ খাদ্যদ্রব্যের দাম এখন গগনচুম্বী। তার ফলে মানুষের অর্থনৈতিক অবস্থা বেসামাল হয়েছে। কিন্তু উৎসবের মরসুমে জনগণকে কিছুটা স্বস্তি দিয়ে ভোজ্য সরিষার তেলের (Mustard Oil) দাম কিছুটা কমেছে।
জানলে অবাক হবেন কিন্তু সর্ষের তেলের দামে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। এমনকি ৬০ টাকা প্রতি লিটারে দর ওঠানামা করেছে। কিন্তু এখন জনগণের মুখে হাসি ফুটিয়ে কমেছে তেলের দাম! এদিকে বাজারে ১৫০ টাকারও আশেপাশে বিক্রি হচ্ছে সর্ষের তেল।
উত্তরপ্রদেশের খুচরা বাজারে সর্ষের তেলের দাম অনেকটাই বেশি রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরে লিটার প্রতি ১৪০ টাকার হিসেবে বিক্রী হচ্ছে এই তেল। আগে গাজিয়াবাদে টানা দুই দিন সর্ষের তেল লিটার প্রতি ১৪০ টাকায় দেখা গিয়েছিল। কিন্তু কানপুরে রেকর্ড ১৮০ টাকায় রয়েছে সর্ষের তেলের দাম!